KL Rahul: আথিয়া শেঠিকে ভয় পায় পুরো পরিবার, বিয়ের পর বাস্তবতা তুলে ধরলেন কে এল রাহুল

ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তে নিজের ক্যারিয়ার বাঁচাতে মরিয়া হয়ে রয়েছেন। একের পর এক ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন কে এল রাহুল। ব্যর্থতার ধারাবাহিকতা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তে নিজের ক্যারিয়ার বাঁচাতে মরিয়া হয়ে রয়েছেন। একের পর এক ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন কে এল রাহুল। ব্যর্থতার ধারাবাহিকতা চলতে থাকলে আসন্ন দিনে ভারতের জাতীয় দল থেকে ছাঁটাই হতে পারেন কে এল রাহুল, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুধু সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেই নয়, টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের জন্য চরম হতাশা এনে দিয়েছেন ভারতের এই তারকা ওপেনিং ব্যাটসম্যান।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতের এই তারকা ক্রিকেটার বলিউডের প্রবীণ অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। দীর্ঘ চার বছর ধরে একে অন্যের সাথে ডেট করে তবেই একে অন্যকে জীবনসঙ্গি হিসেবে বেছে নিয়েছেন এই জুটি। চলতি বছরের ২৩ শে জানুয়ারি ধুমধুম করে এই বলিউড অভিনেত্রীকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার।

Advertisements

সম্প্রতি কে এল রাহুল একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানারকম প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্নটি ছিল, বিয়ের পর রাহুল এবং রাহুলের পরিবারের উপর আথিয়া শেঠির প্রভাব কতটুকু পড়েছে? এর জবাবে কে এল রাহুল অত্যন্ত নম্র ভাবে বলেন, বর্তমানে আথিয়া তার বাড়িতে তোলপাড় সৃষ্টি করছেন এবং কাউকেই ভয় পান না তিনি। শুধু তাই নয়, পরিবারের সকল সদস্যরা তাকে একরকম মাথায় করে রেখেছে বলে জানান কে এল রাহুল। এর পাশাপাশি তার পরিবারের লোকেরা সব সময় চিন্তায় থাকেন যে, আথিয়া যেন কোন সময় কোন সমস্যার সম্মুখীন না হয়।

Advertisements