পেট্রোলের ঝামেলা আর ঘাড়ে রাখতে চাইছে না মানুষ। যা দাম তাতে অনেকের পকেট ঢিলে হওয়ার জোগাড়। এই পরিস্থিতিতে গ্রাহকদের অনেকে ঝুঁকছে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে। গাড়ির পাশাপাশি স্কুটার, বাইকও ইলেকট্রিক ভার্সনে চলে যাচ্ছে ধীরে ধীরে। বহু মানুষের জনপ্রিয় বাজারের একটি বাইকের ইলেকট্রিক ভার্সন আসতে চলেছে বলে জানা গিয়েছে।
বহু মধ্যবিত্তের প্রথম পছন্দ বাজাজ প্লাটিনা। এবার এই বাইকের ইলেকট্রনিক ভার্সন আসতে চলেছে। মনে করা হচ্ছে বাজাজের নতুন ভার্সনের এই বাইক সরাসরি Ola কে টক্কর দিতে পারবে। বাজাজ প্লাটিনা বাংলাতেও বেশ জনপ্রিয়। মূলত এর মাইলেজের কারণে লোকে এই বাইক এতো পছন্দ করে থাকেন। সেই সঙ্গে মেইনটেনেন্স কম।
বাজাজ প্লাটিনা ইলেকট্রিক বাইকের খবর বাজারে আসতে শুরু করেছে। শুধু তাই নয়, এই বাইকটিতে পাবেন ৪৮০০ ওয়াট ইলেকট্রিক মোটর। সেটা আবার ২.৩ কিলোওয়াট পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ইলেকট্রিক বাইকের ব্যাটারি প্যাকে সাধারণ চার্জার দেওয়া হবে। এই নরমাল চার্জারের সাহায্যে ফুল চার্জ হতে সময় লাগবে ৩ ঘণ্টা এবং ফাস্ট চার্জারের সাহায্যে চার্জ হতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা।
একবার এই বাইকটি ফুল চার্জ করলে ১৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে যে এই ইলেকট্রিক বাইকের উভয় চাকায় ডিস্ক ব্রেকের অপশন দেওয়া থাকবে। শুধু তাই নয়, এই বাইকের বাজারে স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার এবং ইউএসবি চার্জিংয়ের মতো একাধিক ফিচার পাওয়া যায়। বাইকের দাম হতে পারে সবার সাধ্যের মধ্যে। ১.১২ লক্ষ টাকা দামে এটি বাজারে লঞ্চ করা যেতে পারে।