প্যান কার্ড হল একটি দশ-সংখ্যার আলফানিউমেরিক নম্বর যা ভারতের আয়কর বিভাগ করের উদ্দেশ্যে যেকোনো ব্যক্তির নামে কিংবা সংস্থার নামে জারি করে। অর্থাৎ আর্থিক সম্বন্ধ আছে এমন কোন কর্ম ক্ষেত্রের জন্য প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। বিশেষ করে আপনি যদি ব্যাংক কিংবা পোস্ট অফিসের মাধ্যমে কোন ধরনের পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যান কার্ড প্রদান করতে হবে ওই সকল সংস্থাকে। শুধু তাই নয়, আয়কর প্রদানের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে মানা হয় এই প্যান কার্ডকে।
তবে বিভিন্ন সময় নিজের কাছে প্যান কার্ড না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন সাধারণ নাগরিক। এবার সেই সমস্যা সমাধানে বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের আয়কর বিভাগ। এবার আপনার কাছে প্যান কার্ড না থাকলেও আপনি খুব সহজেই অনলাইন থেকে ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন।
তবে আমরা আপনাদের বলে রাখি, ই-প্যান কার্ড একমাত্র সেই সমস্ত ব্যক্তি ডাউনলোড করতে পারবেন, যাদের নামে ইতিপূর্বে প্যান কার্ড জারি করেছে ভারতের আয়কর বিভাগ অথবা যারা প্যান কার্ডের জন্য আবেদন করেছেন। আমরা আপনাদের জানিয়ে রাখি, ই-প্যান কার্ড হল একটি পিডিএফ ফাইল, যেখানে আপনার কাছে থাকা প্যান কার্ডের প্রতিলিপি থাকে। অর্থাৎ আপনার কাছে থাকা প্যান কার্ডের স্ক্যান কপিই হল ই-প্যান কার্ড।
কিভাবে ডাউনলোড করবেন ই-প্যান কার্ড?
১. ই-প্যান কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. এরপর অনেকগুলি অপশন থেকে আপনাকে ই-প্যান কার্ড ডাউনলোড অপশনটি বেছে নিতে হবে।
৩. সেখানে আপনার মোবাইল নম্বরের সাথে লিংক থাকা আধার কার্ড নম্বরটি লিখতে হবে।
৪. এরপর ওটিপি প্রাপ্ত করার জন্য অপশনটিতে ক্লিক করতে হবে।
৫. আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ৬ সংখ্যার OTP-টি লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
উপরের সমস্ত কার্যক্রম সম্পন্ন হলে আপনার ফোনের স্টোরে একটি ই-প্যান কার্ডের PDF ফাইল ডাউনলোড হবে।