এই মুহূর্তে যদি আপনি দুর্দান্ত একটি 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে আজকের এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি, যার মাধ্যমে iQOO Z7 Pro 5G স্মার্ট ফোন মাত্র 1,000 টাকায় ক্রয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি শর্ত। আজকের নিবন্ধে সেই শর্তগুলো জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, iQOO Z7 Pro 5G স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-
নিবন্ধের শুরুতেই যদি iQOO Z7 Pro 5G স্মার্টফোনের শক্তিশালী ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে আপনি 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে পাবেন। যেটিতে আপনি 120Hz রিফ্রেশ রেট সমর্থনও লক্ষ্য করবেন। তাছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটিতে প্রসেসরের ক্ষেত্রেও দেখতে পাবেন ভিন্নতা। দুর্দান্ত এই ফোনে MediaTek Dimension 7200 5G-র শক্তিশালী চিপসের ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে ফোনটি 8GB/128GB এবং 8GB/256GB ভেরিয়েন্টে ক্রয় করতে পারবেন।
যদি বাজারের সেরা এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এতে প্রাথমিক ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি, 16 মেগাপিক্সেলের একটি সুপার সেলফি সেন্সর রয়েছে ফোনটিতে। তাছাড়া, 66W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 4,600mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক পাবেন iQOO Z7 Pro 5G স্মার্টফোনে।
এই নিবন্ধে যদি iQOO Z7 Pro 5G স্মার্টফোনের দামের কথা বলি, তবে বর্তমানে Amazon-এ ফোনটির বিক্রয় মূল্য রাখা হয়েছে 26,999 টাকা। তবে আপনি ফোনটি ক্রয় করলে সরাসরি 11 শতাংশ ছাড়ে মাত্র 23,999 টাকায় ক্রয় করতে পারবেন। এখানেই শেষ নয়, শক্তিশালী এই স্মার্টফোনের উপর আপনি পাবেন 22,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। যার ফলে আপনি চাইলে মাত্র 1,999 টাকায় ক্রয় করতে পারবেন iQOO Z7 Pro 5G স্মার্টফোনটি।