Jio Offer: OTT সাবস্ক্রিপশন সহ 399 ও 699 টাকার মাসিক পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান ঘোষণা করলো Jio, জেনে নিন সুবিধা এবং বৈধতা

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা Jio ফের তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল। আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলের মত প্যাকেজ ঘোষণা করলো Jio। আপনাদের জানিয়ে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা Jio ফের তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল। আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলের মত প্যাকেজ ঘোষণা করলো Jio। আপনাদের জানিয়ে রাখি, Jio প্লাসের অধীনে দুটি ফ্যামিলি প্ল্যান ঘোষণা করেছে কোম্পানিটি। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে কোম্পানিটি 399 টাকা এবং 699 টাকার ফ্যামিলি প্ল্যান ঘোষণা করেছে। এই প্ল্যানের অধীনে 22 মার্চ থেকে সিম ডেলিভারি করা শুরু করেছে Jio।

Advertisements

কিভাবে নতুন জিও পোস্টপেইড সিম পাবেন? জেনে নিন বিস্তারিত-

Advertisements

আপনার ব্যবহারিত WhatsApp-এর মাধ্যমে 70000 70000 নম্বরে মিসড কল দিয়ে যাত্রা শুরু করুন নতুন পোস্টপেইড সিমের জন্য। এরপর একটি সিকিউরিটি ডিপোজিট ওয়েভার পেতে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন৷

আপনার পোস্টপেইড সিম সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি অনুরোধ করুন এবং সিম হোম ডেলিভারি হওয়ার সময় সবকটি সিম কার্ড দেখে নিতে ভুলবেন না।

অ্যাক্টিভেশনের সময় সিম প্রতি 99 টাকা প্রসেসিং ফি প্রদান করতে হবে আপনাকে। একবার মাস্টার ফ্যামিলি সিম অ্যাক্টিভেট হয়ে গেলে, বিনামূল্যে বেনিফিট শেয়ার করতে MyJio অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে তিন পরিবারের সদস্যদের নাম এবং নম্বর লিঙ্ক করুন।

399 টাকা ফ্যামিলি প্যাকের বিবরণ:

কোম্পানির তরফ থেকে 399 টাকার প্যাকেজধারী ব্যক্তিদের আনলিমিটেড কল, আনলিমিটেড এসএমএস এবং সর্বোচ্চ 75GB ইন্টারনেট অফার করা হবে। তবে পোস্টপেড ব্যবহার করতে আপনাকে 500 টাকার আমানত রাখতে হবে। পাশাপাশি jio fiber, পোস্টপেইড ব্যবহারকরী এবং ভালো ক্রেডিট স্কোরসহ ক্রেডিট কার্ড গ্রাহকরা আমানত ছাড়াই জিওর এই সুবিধা নিতে পারবে।

699 টাকার ফ্যামিলি প্যাকের বিবরণ:

699 টাকার ফ্যামিলি প্ল্যানের অধীনে জিওর গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস পরিষেবা, সেই সাথে 100GB ডেটা এবং বিনামূল্যে Netflix ও Amazon Prime এর মত OTT প্লাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাবে। তবে নতুন গ্রাহকদের এই সংযোগ পেতে 875 টাকার আমানত রাখতে হবে।

Advertisements