সেয়ানে সেয়ানে টক্কর, Inova-Safari-র মার্কেট খারাপ করতে আসছে মারুতির ৭-সিটার

আগামী দিনে রাস্তায় হয়তো আর দেখা যাবে না মারুতি সুজুকির অল্টো গাড়ি। কোম্পানির সেরা বিক্রি হওয়া গাড়ি গুলোর মধ্যে একটি এই অল্টো ৮০০। ভারতীয় গাড়ি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আগামী দিনে রাস্তায় হয়তো আর দেখা যাবে না মারুতি সুজুকির অল্টো গাড়ি। কোম্পানির সেরা বিক্রি হওয়া গাড়ি গুলোর মধ্যে একটি এই অল্টো ৮০০। ভারতীয় গাড়ি বাজারে টিকে থাকতে হলে একটি মাত্র গাড়ির ওপর ভরসা রাখলে চলবে না। অন্যান্য সেগমেন্টেও দরকার ভালো মানের গাড়ি। তাই ছোটো কিংবা মাইক্রো ইউএসভির পাশাপাশি রিয়াল সাইজ গাড়ির দিকেও ঝুঁকেছে মারুতি সুজুকি। সম্প্রতি ধরা পড়েছে একটি ছবি।

Advertisements

মারুতি সুজুকির আসন্ন ৭ আসনবিশিষ্ট এমপিভি গাড়ির ছবি প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে। গাড়ি প্রেমীদের অনেকের অনুমান, রাস্তায় গাড়িটি পরীক্ষা করা হচ্ছিল। আর তখনই ধরা পড়ে যায় ক্যামেরায়। মারুতি কোম্পানির এই আসন্ন গাড়িটি টয়োটা কোম্পানির টয়োটা ইনোভার মতো ব্র্যান্ডের সঙ্গে সরাসরি টক্কর দেবে।

Advertisements

প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী, মারুতি কোম্পানির আসন্ন এই গাড়িতে হেক্সাগোনাল প্যাটার্ন সহ একটি ২ স্লট ক্রোম গ্রিল দেওয়া হবে। পাশাপাশি সামনের প্রোফাইল সাইডে লোয়ার বাম্পার মাউন্টেড ডিআরএল দেওয়া হবে। এই গাড়ির কেবিনে থাকতে পারে ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ড্যাশবোর্ড মাউন্টেড গিয়ার লিভার, প্যানোরামিক সানরুফ সহ একটি ডিজিটাল যন্ত্র ক্লাস্টার পেতে পারেন। এছাড়া ক্রুজ কন্ট্রোল, ক্লাইমেট কন্ট্রোল এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড এবং চালিত ফ্রন্ট-সারি সিট এবং এডিএএস প্রযুক্তির মতো বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে এবং এই গাড়িটি পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড পাওয়ারট্রেন উভয় বিকল্পের সাথে গাড়িটি বাজারে প্রকাশ করা হতে পারে। টয়োটা ইনোভা হাইক্রস, টাটা সাফারি, কিয়া কারস, এমজি হেক্টর প্লাসকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবে মারুতি সুজুকির এই গাড়ি।

Advertisements