নতুন প্রজন্মের হাতে স্মার্টফোন ছাড়া কিন্তু একেবারেই চলে না। বর্তমানে অনেকগুলি কোম্পানির রয়েছে কিন্তু তার মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে Motorola এই ব্র্যান্ডটি। যদিও এই ব্র্যান্ডটি বেশ পুরনো ব্র্যান্ড, কিন্তু এখন Lenovo মালিকাধীন হওয়ার পর থেকে Motorola 2023 সালে ব্যবসা কিন্তু অনেকটাই বাড়াতে পেরেছে। এবং ফোনের জগতে বেশ জ্বাঁকিয়ে বসেছে।
Motorola নিয়ে আসতে চলেছে AI ফিচারযুক্ত নতুন ফোল্ডেবল স্মার্টফোন। অসাধারণ ফিচারযুক্ত স্মার্টফোনের দাম শুরু হবে মাত্র ৪৫ হাজার টাকা থেকে। ২০২৪ সালের Motorola ফোন নিয়ে বিশেষ পরিকল্পনার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন Lenovo মোবাইল বিজনেস গ্রুপের প্রধান চিন জিন টুইটারের মাধ্যমে। তিনি জানিয়েছেন, আগামী বছর Motorola থেকে AI এবং উন্নত ডিজাইনসহ একটি ফোল্ডেবল Razr মজার লঞ্চ হবে। জিন আভাসে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, সংস্থাটি তাদের S সিরিজ এবং G সিরিজে নতুন পরিবর্তন আনতে পারেন অথবা সংস্থাটি এই লাইনআপে নতুন স্মার্টফোনও লঞ্চ করতে পারে।
Motorola Razr ফোল্ডেবল ফোন –
Motorolaর আইকনিক Razr ডিভাইসে উন্নত ডিজাইন, AI ইন্টিগ্রেশন ছাড়াও আরো নানান রকম পরিবর্তন আসতে চলেছে। সংস্থাটি Razr 40 সিরিজের মাধ্যমে বেশ মধ্যবিত্তের নাগালের মধ্যে সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল স্মার্টফোন অফার করছে। তবে, আশা করা যাচ্ছে, ২০২৪ আরো উন্নত মডেল আসতে চলেছে।
অন্যান্য মডেলেও থাকবে এআই ইন্টিগ্রেশন-
Lenovo র “AI for all” নীতি অনুযায়ী Motorola র ফ্ল্যাগশিপ Moto X সিরিজের যে অন্যান্য স্মার্টফোনে আছে সেখানেও AI ফিচার দেখা যাবে। অর্থাৎ, এই ফিচারগুলি ব্যবহার করে সংস্থাটি প্রযুক্তিকে আরও ইউজার ফ্রেন্ডলি ওরে সকলের ব্যবহারের উপযুক্ত করতে চাইছে।
S এবং G সিরিজের নতুন মডেল-
Motorola তাদের জনপ্রিয় S এবং G সিরিজে নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনাও করেছে। এছাড়াও, ২০২৪ সালে অর্থাৎ এই চলতি বছরেই বিভিন্ন রকমের এক্সেসরিজ নিয়ে আসতে পারে বলেও তারা জানিয়েছে।
Motorola-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর এবং মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল মডেলগুলিতে কোয়ালাকম প্রসেসর উপস্থিত থাকবে এমনটাও জানা যাচ্ছে। যা যা পরিকল্পনা করা হচ্ছে, তা যদি সত্যি সত্যি চলতি বছরে আসতে শুরু করে, তাহলে নতুন প্রজন্মের অনেকটাই সুবিধা হবে।