Redmi বাজেট ফোনে ৮০০০ mAh ব্যাটারি, ২০০ MP ক্যামেরা! অন্য ফোন নেওয়ার আগে দামটা জেনে নিন

Redmi কোম্পানির ফোন মানেই চমক। অল্প সময়ের মধ্যে গ্রাহকদের খুব পছন্দের ফোন প্রস্তুতকারক কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে রেডমি। ফোন যেমন টেকসই হয়, তেমনই থাকা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Redmi কোম্পানির ফোন মানেই চমক। অল্প সময়ের মধ্যে গ্রাহকদের খুব পছন্দের ফোন প্রস্তুতকারক কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে রেডমি। ফোন যেমন টেকসই হয়, তেমনই থাকা ফিচারে ঠাসা। দাম বেশিরভাগ ক্ষেত্রে বাজেটের মধ্যেই রাখে কোম্পানি। আপনার বাজেট যদি খুব বেশি হলে ১৫ হাজার টাকা হয়ে থাকে তাহলে এই প্রতিবেদন কাজে লাগতে পারে। রেডমির সেরা একটি ফোনের কথা বলা হয়েছে এখানে।

Advertisements

রেডমি সম্প্রতি লঞ্চ করেছে Redmi Note 12 Pro Max। এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও রয়েছে ৮০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ দেয়। এর দাম রাখা হয়েছে মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা। এখন অর্ডার করলে মোট দামের ওপর কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। যারা মোটামুটি বাজেটের মধ্যে ভালো ফিচার সমৃদ্ধ ফোন কিনতে চাইছেন তাদের জন্য Redmi Note 12 Pro Max একটি ভালো অপশন হতে পারে।

Advertisements

এই ফোনে দেওয়া থাকছে সুপার অ্যামোলেডের সঙ্গে ৬.৭ ইঞ্চি স্ক্রিন। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। শুধু তাই নয়, এতে কর্নিং গরিলা গ্লাস সেফটি ফিচার হিসেবে দেওয়া থাকছে। যা এতদিন শুধু আইফোনে দেখা যেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্মার্টফোনের ক্যামেরা ফিচার। কারণ এই স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন ৪ সেটের ক্যামেরা ফিচার। মূল ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের। এ ছাড়া এতে ৬০ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লাগানো হয়েছে, যা আপনার ফটোকে আরও ভালো করতে সাহায্য করে। সেলফি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের।

Redmi note 12 pro max

Redmi Note 12 Pro Max ফোনে রয়েছে ৮ জিবি ও ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ভালো মানের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৯৫০+ জি প্রসেসর দিয়ে ইনস্টল করেছে কোম্পানি। যার ফলে ফোন হবে খুব ফাস্ট। এতো কিছু ফিচারের সঙ্গে বলা যায় যে দাম কম রাখা হয়েছে সাধ্যের মধ্যে।

Advertisements