বিগত বেশ কয়েক বছর ধরে ভারত তথা বিশ্ব বাজারে দিনের পর দিন স্মার্টওয়াচের চাহিদা বেড়েই চলেছে। যদি ভারতের প্রেক্ষাপটে বলি, তবে বর্তমানে বেশিরভাগ স্মার্টওয়াচ প্রেমীরা Fire Bolt, Noise কিংবা boAt-এর ঘড়ি ব্যবহার করে থাকেন। তবে এবার এইসব কোম্পানিকে ছাপিয়ে বিশ্ববাজারে একাই রাজত্ব করতে প্রস্তুত চীনা মোবাইল নির্মাণকারী সংস্থা Xiaomi। জানা গেছে খুব শীঘ্রই শাওমি তাদের নতুন প্রজন্মের স্মার্টওয়াচ তথা Xiaomi Watch 2 Pro ভারতের বাজারে বিক্রি শুরু হতে চলেছে।
একটি টুইট বার্তায় বলা হয়েছে, শাওমির যে নতুন স্মার্টওয়াচ বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছে, তাতে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ দেখা গেছে। আমরা আপনাদের বলে রাখি, Xiaomi Watch 2 Pro স্মার্টওয়াচে রয়েছে 2GB RAM এবং 32GB স্টোরেজ ক্ষমতা সহ একটি Snapdragon W5+ Gen 1 প্রসেসর। যা শুরুতেই বাজারের অন্য সকল স্মার্টওয়াচের চেয়েও একে আলাদা করে তোলে। এখানেই শেষ নয়, শক্তিশালী এই স্মার্টওয়াচে 1.43-ইঞ্চি AMOLED ডিসপ্লেও সংযুক্ত করা হয়েছে।
এই নিবন্ধে যদি Xiaomi Watch 2 Pro স্মার্টওয়াচের শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে 500mAh-এর শক্তিশালী ব্যাটারি ব্যাক পাবেন গ্রাহকরা। যা একবার সম্পূর্ণ চার্জে ৭২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি, দুর্দান্ত এই স্মার্টওয়াচ ফিটনেস এবং স্বাস্থ্য ট্র্যাকিংয়ের জন্য ১৫০টি বিভিন্ন ধরনের স্পোর্টস মোড সাপোর্ট করে। ইসিজি মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং, শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ এবং ঘুমের ট্র্যাকিং মতো একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকবে শাওমির এই নতুন ঘড়িতে। যদি ভারতের বাজারে দুর্দান্ত এই স্মার্টওয়াচের দামের কথা বলি, তবে ১৬,৯৯৯ টাকা থেকে শুরু হয় এর বিক্রয় মূল্য।