King Cobra Video: ওড়িশায় পাওয়া গেল 25 ফুটের বিশাল কিং কোবরা! ভিডিও দেখলে গা শিউরে উঠবে আপনারও

প্রতিনিয়ত নেট পড়ায় কতই না ভিডিও ভাইরাল হয়। তবে সেই সব ভিডিওর তালিকায় একটি বড় অংশ থাকে পশুপাখিদের জন্য। বিশেষ করে বিশাল আকৃতির সাপের ভিডিও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

প্রতিনিয়ত নেট পড়ায় কতই না ভিডিও ভাইরাল হয়। তবে সেই সব ভিডিওর তালিকায় একটি বড় অংশ থাকে পশুপাখিদের জন্য। বিশেষ করে বিশাল আকৃতির সাপের ভিডিও মিডিয়াপাড়ায় ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের দ্বারা। কারণ পৃথিবীর বিষধর এই প্রাণীর কাছে কেউ না গেলেও তার ভিডিও দেখে শিহরিত হতে ভালোবাসেন নেটিজেনরা। অর্থাৎ এ কথা বলা যেতেই পারে, সাপের ভিডিও নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়।

Advertisements

মানুষ বিষধর সাপ দেখতে এতই পছন্দ করেন যে, সোশ্যাল মিডিয়ার অন্তরালে যেসব ভিডিওগুলি লুকিয়ে থাকে তা প্রতিনিয়ত খুঁজে বের করেন তারা। সম্প্রতি এমন ধরনের একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। যেখানে একটি বিশাল আকৃতির কিং কোবরা দেখে অবাক হতে দেখা গেছে নেটিজেনদের। ভিডিওটির কমেন্ট বক্সে মানুষদের এও বলতে দেখা যাচ্ছে, এটিই নাকি পৃথিবীর বৃহত্তম কিং কোবরা।

Advertisements

যদি সংক্ষিপ্ত ওই ভিডিওটি সম্পর্কে বলি, তবে ভিডিওটিতে দুই সাপ উদ্ধারকারীর মুখ থেকে বলতে শোনা যাচ্ছে, ওড়িশার একটি গ্রামে এই বিশাল আকৃতির কিং কোবরা সাপ ধরতে এসেছেন তারা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রায় 25 ফুট লম্বা একটি কিং কোবরা সাপ মাটির টিলার উপর প্রায় 6 ফুট উঁচু হয়ে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই বীভৎস দৃশ্য দেখে রীতিমতো শিহরিত হয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে বলতে শোনা যাচ্ছে, এটাই পৃথিবীর সবচেয়ে লম্বা কিং কোবরা সাপ। আমরা আপনাদের জানিয়ে রাখি, ওই দুই সাপ উদ্ধারকারী ভয়ংকর সাপটিকে ধরে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য, বিশাল আকৃতির ওই কিং কোবরা দেখে নেট পাড়ায় হাজার হাজার কমেন্ট করেছেন নেটিজেনরা।

Advertisements