Viral Video: কাঁচের গ্লাসে মুখ ডুবিয়ে জল পান করছে বিশাল আকৃতির কিং কোবরা! ভিডিও ভাইরাল নেট পাড়ায়

চৈত্রের প্রবাহমান তাপমাত্রায় এখন মানুষের পাশাপাশি ওষ্ঠাগত পশুপাখি সহ সমস্ত প্রাণীর জীবন। এক ফোটা জলের জন্য হাহাকার বেধেছে মরু প্রধান অঞ্চলে। প্রচন্ড তাপদাহ সকল প্রাণীদের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

চৈত্রের প্রবাহমান তাপমাত্রায় এখন মানুষের পাশাপাশি ওষ্ঠাগত পশুপাখি সহ সমস্ত প্রাণীর জীবন। এক ফোটা জলের জন্য হাহাকার বেধেছে মরু প্রধান অঞ্চলে। প্রচন্ড তাপদাহ সকল প্রাণীদের জীবন যাপনে যথেষ্ট প্রভাব পড়েছে। মাঠ ঘাট শুকিয়ে যাওয়ার ফলে জঙ্গল ছেড়ে বর্তমানে জলের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে একাধিক হিংস্র সকল প্রাণী। তারা জলের আশায় লোকালয়ে বিভিন্ন সময় হামলা চালাচ্ছে। ইতিপূর্বে এমন ধরনের বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে যেখানে হিংস্র প্রাণীদের জলের খোঁজে লোকালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

Advertisements

সম্প্রতি এমনই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ঘটনাটি ভারতবর্ষের নয়, তবুও ঘটনাটি দেখে রীতিমতো অবাক হয়েছেন লাখো মানুষ। কয়েক সেকেন্ডের ভিডিওটি টুইটার মাধ্যমে শেয়ার করা হয়েছে। যেখানে একটি বিরাট আকৃতির কিং কোবরাকে জল পান করাতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে বিশাল আকৃতির বিষধর সাপ কিং কোবরা। তবে কারোর ক্ষতি করার চেষ্টা না করে একজনের বাড়িয়ে দেওয়া কাচের গ্লাস থেকে পরম যত্নে জল খাচ্ছে সে।

Advertisements


ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কাঁচের গ্লাসে করে জল এনে এগিয়ে ধরেছেন বিশাল আকৃতির ওই সাপটির দিকে। এরপর ওই সাপটি পরম শান্তিতে সেই জল পান করছে। জল পান করে সাপটিকে চলে যেতেও দেখা গেছে ভিডিওটিতে। বনের হিংস্র প্রাণীর এরূপ ব্যবহারের রীতিমতো বিস্মিত হয়েছেন নেটিজেনদের একাংশ। তবে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ ভিডিওটি উপভোগ করার পাশাপাশি হাজার হাজার মানুষ লাইক ও শেয়ার করেছেন।

Advertisements