VIDEO: আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, দেখেই ঘাম ঝরল ভক্তদের

বর্তমানে বাংলা হিন্দি সিনেমার পাশাপাশি ভোজপুরি সিনেমাও কিন্তু বেশ নাম করেছে এবং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির দীনেশ লাল যাদব। তবে তিনি…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

বর্তমানে বাংলা হিন্দি সিনেমার পাশাপাশি ভোজপুরি সিনেমাও কিন্তু বেশ নাম করেছে এবং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির দীনেশ লাল যাদব। তবে তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাঁপিয়ে পড়েন, সেই ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায়। তবে শুধুমাত্র নতুন গানই নয়, অনেক পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু এখনো বেশ জনপ্রিয়তা আছে তার। ভোজপুরী সিনেমার জগতে দীনেশ লাল যাদব যেন এক উজ্জ্বল নক্ষত্র।

Advertisements

বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

Advertisements

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আম্রপালি আর নিরাহুয়া দুর্দান্ত কায়দায় নাচ পরিবেশন করেছেন। তার এই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আর হবে নাই বা কেন, এত সুন্দর নাচ দেখে তো প্রত্যেকেই বেশ অবাক হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। ‘ভিতার কে তিতার’ এই গানের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী। তাদের এই অসাধারণ নাচ মানুষকে রীতি মতন পাগল করে দিয়েছে। স্পিড রেকর্ড ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সকলের কাছে পৌঁছে গেছে। গানটি গেয়েছেন নিরাহুয়া এবং অন্তরা সিং প্রিয়াঙ্কা। 44 লাখ মানুষ দেখেছে ভিডিও।

Advertisements