Holi 2023: নেচে আসর মাতালেন অঞ্জলি অরোরা, মাথা নষ্ট করা পোশাক পরলেন উরফি জাভেদ

গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে হোলির জমজমাট উৎসব। রঙের পাশাপাশি আনন্দের বন্যা ঝড় উঠেছিল মানুষদের মনে। ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে উঠে এসেছে হোলি উদযাপনের বিভিন্ন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে হোলির জমজমাট উৎসব। রঙের পাশাপাশি আনন্দের বন্যা ঝড় উঠেছিল মানুষদের মনে। ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে উঠে এসেছে হোলি উদযাপনের বিভিন্ন দৃশ্য। সারা দেশের মতো গতকাল মুম্বাইতে পালিত হয়েছে হোলির মহোৎসব। আর সেখানে এক বিশেষ অনুষ্ঠানে নিচে তাক লাগিয়ে দেন অঞ্জলি অরোরা। তার উদ্দাম নৃত্যে হুস উঠেছে সাধারণ মানুষের।

Advertisements

Advertisements

সোশ্যাল মিডিয়ার বদৌলতে অঞ্জলি অরোরার নাচের দৃশ্য ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি লক্ষাধিক মানুষ উপভোগ করেছেন। অঞ্জলির সঙ্গে একই মঞ্চে ছিলেন আলি মার্চেন্ট, যিনি ‘লকআপ’-এর প্রতিযোগী ছিলেন। মঞ্চে লাখো দর্শকের সামনে নিচে অঞ্জলি বেশ হৈচৈ ফেলে দেন।

মঞ্চে অঞ্জলিতে শুরু নৃত্য করতে দেখা যায়নি, বরং হোলির উৎসব সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতে দেখা গেছে তাকে। মঞ্চ ছেড়ে নিচে এসে সাধারণ মানুষদের সাথে সেলফি তোলার পাশাপাশি তাদের সাথে আবির খেলতে দেখা গেছে অঞ্জলিকে। এমনকি এই সময় একটি শিশুকে কোলে তুলে নিতে দেখা গেছে তাকে।

বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই তিনি যেমন প্রশংসিত হয়েছেন অন্যদিকে, উরফি জাভেদ নিজের পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হচ্ছেন। এমনিতেই উদ্ভট পোশাক পরার কারণে সর্বদা সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন তিনি। তবে হোলির দিনে এমন একটি বাজে পোশাক পরা উচিত হয়নি তার বলে মনে করছেন নেট প্রেমীদের একাংশ।

Advertisements