বাংলায় একটি প্রবাদ কথিত আছে,’যার কাজ তাকেই সাজে।’ তবে সেই প্রবাদের সত্যতা যে এইভাবে হাতে-নাতে পাবেন এক বয়স্ক মহিলা, তা হয়তো তিনি নিজে স্বপ্নেও ভাবেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাংলা প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ দেখলেন নেটিজেনরা। আমরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখলে আপনি নিজেও হাসি থামিয়ে রাখতে পারবেন না।
যদি ভিডিওটি সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে সেটি একটি পার্কের ঘটনা। যেখানে দেখা যাচ্ছে, কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে আনন্দের সাথে দোলনা নিয়ে খেলছে। তবে সেখানে হঠাৎ করেই আগমন ঘটে 40 উর্দ্ধ এক মহিলার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা বাচ্চাদের দোলনার দিকে এগিয়ে গিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে নিজেই দোলনায় চড়তে শুরু করছেন। পার্কে দাঁড়িয়ে থাকা কোন এক ব্যক্তি এই সমস্ত দৃশ্য ক্যামেরা বন্দী করতে শুরু করেন।
তবে হাস্যকর ঘটনাটি তখন ঘটে, যখন ওই মহিলা দোলনায় চড়তে গিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা দোলনাতে বসতেই সেটি ভেঙে নিচে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই কয়েক সেকেন্ডের ভিডিওটি দেখে রীতিমতো হাসিতে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ।
কেউ কেউ ওই মহিলার কর্মকাণ্ড দেখে মজা করে মন্তব্য করে লিখেছেন,’এভাবেও প্রেমে পড়া যায়।’ অন্য এক জন লিখেছেন,’বেশি লাগেনি মনে হয়।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, হাস্যকর এই ভিডিওটি নেট পাড়ায় ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 1 লক্ষ মানুষ সেটি উপভোগ করেছেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করেছেন কয়েক হাজার মানুষ।







