Maruti Suzuki: নিজের Eeco গাড়িকেই বানিয়ে ফেললো স্পোর্টস গাড়ি! গুজরাটের ছেলের কর্মকান্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

"মেক ইন ইন্ডিয়া" প্রকল্পের মাধ্যমে বর্তমানে ভারতে প্রযুক্তির স্বর্ণযুগ চলছে। প্রতিদিন নিত্যনতুন গাড়ি কিংবা প্রসাধনী তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন ভারতের প্রযুক্তিবিদরা। ফলশ্রুতিতে, ভারতের রাস্তায়…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

“মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের মাধ্যমে বর্তমানে ভারতে প্রযুক্তির স্বর্ণযুগ চলছে। প্রতিদিন নিত্যনতুন গাড়ি কিংবা প্রসাধনী তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন ভারতের প্রযুক্তিবিদরা। ফলশ্রুতিতে, ভারতের রাস্তায় বিগত কয়েক বছরে একাধিক উন্নত প্রযুক্তির গাড়ির দেখা মিলেছে। সাধারণত গাড়িপ্রেমীরা সেইসব গাড়ির ভিডিও সর্বদা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গাড়ি প্রেমীদের মাঝে উষ্ণতা বাড়িয়েছে। গাড়িতে নেট প্রেমীদের এতই ভালো লেগেছে যে, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় তিন মিলিয়নের বেশি মানুষ দেখেছেন।

Advertisements

তবে জানলে অবাক হবেন যে, গাড়িটি কোন নামকরা কোম্পানি তৈরি করেনি। গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকির সাধারণ মডেলের একটি গাড়িকে মডিফাই করে স্পোর্টস গাড়ির লুক প্রদান করেছেন গুজরাটের এক ব্যক্তি। সিকান্দার নামের ওই ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম পেজে নিজের মডিফাই করা গাড়ির একাধিক ভিডিও শেয়ার করেছেন। মারুতির Eeco গাড়িটি এমনভাবে সাজিয়েছেন যে দেখে রীতিমতো হতভাগ হয়েছেন সাধারণ নেট প্রেমীরা। গাড়িটিতে একাধিক লাইট লাগিয়ে একটি ড্যাশিং লুক দিয়েছেন সিকান্দার।

Advertisements

গাড়িটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ৩ মিলিয়নের বেশি লোক ভিডিও দেখেছেন। ভিডিওটি দেখার পাশাপাশি তারা একাধিক মন্তব্যও করেছেন। সাধারণ নেট প্রেমীদের মধ্যে কেউ কেউ লিখেছেন,’মস্তিষ্ক থাকলে মানুষের কোন কিছু করা থেকে কেউ আটকাতে পারে না। চাইলেই যে কোন কাজ করতে পারে সে।’ একজন নেট প্রেমী লিখেছেন,’এটি একটি দারুণ কৌশল, কম টাকা খরচ করে আপনিও একটি বিলাস বহুল গাড়ির অনুভূতি পেতে পারেন।

সব মিলিয়ে এই দুর্দান্ত জোগাড় প্রসঙ্গে নানা মন্তব্য করেছেন নেট প্রেমীরা। গাড়িটি যে গুজরাটের তা গাড়িটির নাম্বার প্লেট দেখলে বোঝা যায়। জানা গেছে, গুজরাটের ছেলে সিকান্দার নিজেই অত্যন্ত সাধারণ মডেলের একটি গাড়িকে স্পোর্টস গাড়িতে রূপান্তরিত করেছেন।

Advertisements