Viral Video: চোখ থেকে চশমা নিয়ে পালালো বানর! কৌশলে চশমা ফিরিয়ে নিলেন এই নারী, রইল হাস্যকর ভিডিও

পৃথিবীর সর্বাপেক্ষা দুষ্টু প্রাণীর তালিকা তৈরি করা হলে অবশ্যই সেই তালিকার শীর্ষস্থানে থাকবে বানরের নাম। নিজের কলাকৌশলের মাধ্যমে যেমন বানর মানুষদের হাসিয়ে থাকে ঠিক তেমনি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

পৃথিবীর সর্বাপেক্ষা দুষ্টু প্রাণীর তালিকা তৈরি করা হলে অবশ্যই সেই তালিকার শীর্ষস্থানে থাকবে বানরের নাম। নিজের কলাকৌশলের মাধ্যমে যেমন বানর মানুষদের হাসিয়ে থাকে ঠিক তেমনি মানুষকে বোকা বানাতে বানরের জুড়ি মেলা ভার। যেকোনো মুহূর্তেই আপনার চোখের চশমা কিংবা পকেটের মোবাইল উধাও করতে সর্বদা তৎপর এই বানর। তবে ভারতের কিছু কিছু মন্দির রয়েছে যেখানে বানর এই ধরনের প্রশিক্ষণ ছোটবেলা থেকে পেয়ে থাকে। যেখানে ঘুষের বিনিময়ে মানুষকে তার চশমা অথবা মোবাইল ফেরত দিয়ে থাকে বানর।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৮ সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি 25 মে @Yoda4ever নামে একটি টুইটার হ্যান্ডেল দ্বারা পোস্ট করা হয়েছিল। যেখানে ভিডিও পোস্টকারী ক্যাপশনে লিখেছেন- ‘বানরের ব্যবসা’। কেন তিনি এমন ক্যাপশন লিখেছেন তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন।

Advertisements

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছেন। আর নিকটবর্তী পাঁচিলের ওপর এক দুষ্টু বানর ওই ব্যক্তির জন্যই অপেক্ষা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যখনই ওই ব্যক্তি বানরের নিকটে এসে হাজির হন তখনই চতুর বানর চোখের পলকে ওই ব্যক্তির চশমা খুলে নেয়। এক কথায়, বানরের এই কর্মকাণ্ডে রীতিমতো হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন ওই ব্যক্তি।

কিভাবে বানরের নিকট থেকে তার চশমা ফেরত পাবেন, তা ভেবে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে এক মহিলা নিজের অসামান্য বুদ্ধির পরিচয় দেন। তিনি বানরের হাতে খাবারের ছোট্ট অংশ গুঁজে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বানরটি যখন খাবার খেতে অন্যমনস্ক হয়ে পড়েছে, ঠিক তখনই সু’কৌশলে ওই মহিলা বানরের সামনে থেকে চশমা তুলে নেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 7 লাখ মানুষ উপভোগ করেছে।

Advertisements