DANCE VIDEO: ‘মাখনা’ গানের সাথে নাচলেন যুবতী, ভিডিও দেখে পাগল হলেন সক্কলে

নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কিন্তু এখন বেশ একটিভ, তারা পড়াশোনা করার পাশাপাশি অন্যান্য প্রতিভাকেও কিন্তু নিজেদের মতন সময় করে বার করে নিয়ে সেগুলো বজায় রাখার…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কিন্তু এখন বেশ একটিভ, তারা পড়াশোনা করার পাশাপাশি অন্যান্য প্রতিভাকেও কিন্তু নিজেদের মতন সময় করে বার করে নিয়ে সেগুলো বজায় রাখার চেষ্টা করেন। কারণ এখন এই প্রতিভাকে প্রকাশ করার অনেক মাধ্যম তৈরি হয়েছে। আগেকার দিনের মানুষ এদের মধ্যে অনেক প্রতিভা থাকলেও তা কিন্তু সহজে প্রকাশ পেত না। কারুর মধ্যে যদি সত্যি প্রতিভা থাকে, তাহলে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর মাধ্যমে তা বিদেশের মাটিতে পৌঁছাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ হিসাবে আমরা যদি চোখের সামনে কয়েকটা উদাহরণ দেখি তাহলে দেখতেই পাবো যেমন রানু মন্ডল, বাদাম কাকু এবং শ্রীলংকার সেই মানিকে মাগে হিতে গাওয়া অসাধারণ ছোট যুবতী।

Advertisements

অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মেরুন রং এর একটি পোশাক পরে দুর্দান্ত কায়দায় নাচ পরিবেশন করছেন এক যুবতী। তার এই অসাধারণ না সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর হবে নাই কেন এত সুন্দর নাচ মানুষ তো একবার ছেড়ে বারবার দেখবেন।

Advertisements

সুশান্ত সিং এর অসাধারণ একটি সিনেমার গান সেটি হল মাখনা, সেই মাখনা গানের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করলেন। মেরুন রঙের একটি স্লিভলেস টপ করেছেন, আর সাদা একটি পালাজো। ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সকলের কাছে পৌঁছে গেছে এই যুবতীর নাম শ্রীজা। প্রায় তিন বছর আগে ভিডিওটি প্রায় পাঁচ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে।

আর ভিডিওটি যে একবার দেখছে, সে কিন্তু বারবার দেখছে, কারণ তারই অসাধারণ নাচ দেখে সত্যিই একবার দেখে কারোরই মন ভরবে না। প্রায় ৪ হাজার মানুষ কমেন্ট করেছেন এবং এই কমেন্টে অনেকেই প্রশংসা করেছেন, কেনই বা প্রশংসা করবেন না, এত সুন্দর নাচ কেউ তো আর দেখে নেতিবাচক মন্তব্য করতে পারেন না। বেশি মানুষ লাইক দিয়েছেন, এত সুন্দর নাচ দেখে প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনিও দেখে নিন এক ঝলক –

Advertisements