Dance video: শাড়ি পরে উদ্দাম নাচলেন দুই যুবতী, বাহবা জানালেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় হল একটি হাতিয়ার, যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

সোশ্যাল মিডিয়ায় হল একটি হাতিয়ার, যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন, খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় আছে নানান রকম প্লাটফর্ম যেমন instagram, facebook, youtube এই সব কটার মধ্যে দিয়েই কিন্তু আপনি আপনার প্রতিভাকে পৌঁছে দিতে পারেন বিশ্বের দরবারে। আর বিশ্বের কাছে একবার যদি আপনার প্রতিভা ভালো লাগে, তাহলে কিন্তু আপনি একেবারে সেলিব্রেটি হয়ে যাবেন। কারণ আমরা এর আগেও অনেকবার প্রমাণ পেয়েছি, কিভাবে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের ছেলেমেয়েকে সাহায্য করে তাদের কেরিয়ারে উন্নতি করার জন্য।

Advertisements

সম্প্রতি ইউটিউবের মাধ্যমে অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে কিন্তু সকলের চোখ একেবারে কপালে উঠে গেছে। এখনকার নতুন প্রজন্ম কিভাবে শাড়ি পরে এত সুন্দর নেচেছেন, তা কিন্তু সত্যিই অবাক বিস্ময়ের ব্যাপার। এখনকার জেনারেশনকে খুব একটা শাড়ি পরতে দেখাই যায় না, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ছাড়া তারা শাড়ি খুব একটা পরেনা কিন্তু এই শাড়ি পরে তারা কিভাবে নেচেছে এটা সত্যি না দেখলে বিশ্বাস হয় না।

সম্প্রতি একটি নাচ অসাধারণ ভাবে ভাইরাল হয়েছে ইউটিউব চ্যানেলের নাম arey bhabna. Youtube চ্যানেল এ সাবস্ক্রাইবার এর সংখ্যা প্রায় ৫০ হাজার। ‘নাসেক’ গানের সঙ্গে নাচলেন দুই তরুণী। একজন পরেছেন মেরুন ব্লাউজ আর সঙ্গে পরেছেন খুব সুন্দর ছাপা প্রিন্টেড একটা শাড়ি। আর অন্যজন পরেছেন কালো স্লিভলেস ব্লাউজ। এক বছর আগে ভিডিওটি প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ ভালোবেসেছেন এবং দেখেছেন। সাড়ে পাঁচ হাজার মানুষ লাইক দিয়েছেন। তবে কমেন্ট করেছে সকলে প্রশংসা করেছেন এমনটা কিন্তু নয়, নেগেটিভ কমেন্ট ও এসছে। তবে তাতেই যুবতীদের খুব একটা কিছু যায় আসে না, তারা যে ভীষণ সুন্দর নাচ পরিবেশন করেছেন।

Advertisements