বুদ্ধিমান লোকেরা কখনোই এই একটি প্রাণীর সাথে সখ্যতা করতে চায় না। এমনকি এই প্রাণীটিকে চোখের সামনে দেখলে আতঙ্কে অনেকের চোখের ঘুম হারিয়ে যায়। কেউ কখনো চায় না এই প্রাণীটির সাথে একই ঘরে বসবাস করতে। আমরা আজ যে প্রাণীটির কথা বলতে চলেছি সেটি হল ‘সাপ’। পৃথিবীতে এমন হাতেগোনা কয়েকজন রয়েছেন যারা এই প্রাণীটিকে ভালোবেসে বন্ধুত্বের স্থান দিয়েছেন। অন্যথা, এই প্রাণীটিকে দেখামাত্রই যে কেউ তাকে মারতে উদ্ধত হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষদের। ভিডিওটিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি বাড়ির ছাদ থেকে সাপ উদ্ধার করতে ব্যস্ত রয়েছেন। তবে শেষ মুহূর্তের আগে পর্যন্ত তারা বুঝতেই পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। ঘরের সিলিং ভেঙে একটি সাপের লেজ ধরে টান দিতেই সিলিং-এর একটি বড় অংশ ভেঙে পড়ে। আর তারপর যে ঘটনাটি ঘটেছে তা দেখে রীতিমত চক্ষু চরক গাছ উদ্ধারকর্মীদেরও।
At that point you gotta burn the house pic.twitter.com/BGzbQ06kPv
— Lance🇱🇨 (@BornAKang) February 13, 2023
আসলে ঘরের সিলিং ভেঙ্গে পড়তেই দেখা গেছে সেখানে একটি নয় বরং তিনটি বিশাল আকৃতির সাপ কুন্ডলি আকারে অবস্থান করছে। সাপ গুলির আকার এতই বিশাল যে, সাধারণ মানুষদের পাশাপাশি দেখে হতবাক হয়েছেন উদ্ধারকর্মীরাও।
আসলে দীর্ঘদিন ধরে বাড়ির ছাদে নানাবিধ আওয়াজ শুনতে পাচ্ছিলেন ওই ঘরের বাসিন্দারা। সন্দেহ হতেই তারা স্থানীয় উদ্ধার কর্মীদের সংবাদ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। আর এরপরের ঘটনা দেখে রীতিমতো আতকে উঠছেন উদ্ধারকর্মীরাও। বোর্নাকং নামের এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভিডিওটি ইতিমধ্যে ১৫ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন এবং নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।