প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয় নেট পাড়ায়। তবে সম্প্রতি কয়েক সেকেন্ডের যে ভিডিওটি ইন্টারনেটে ঝড় তুলেছে সেটি দেখলে চোখ দাঁড়িয়ে যাবে আপনারও। জীর্ণ শরীর নিয়ে এভাবেও পারফরম্যান্স করা যায়? প্রশ্ন উঠেছে নেট পাড়ায়। আসলে সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ৮০ বছরের এক বৃদ্ধাকে অসাধারণ পারফরম্যান্স করতে দেখা গেছে।
‘পিয়া তু অব তো আজা’ গানে হেলেনকেও টেক্কা টেক্কা দিয়েছেন ওই বৃদ্ধা। আমরা আপনাদের জানিয়ে রাখি, 1971 সালে বলিপাড়ার ছবি ‘কারবাঁ’-এর এই বিখ্যাত গানে পর্দা কাঁপিয়েছিলেন হেলেন। 50 বছর পর সেই কালজয়ী গানের তালে বৃদ্ধার নাচে মুগ্ধ হয়েছেন সকলে। নেট পাড়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অবাক হওয়ার সাথে সাথে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।
চোখে চশমা, পরনের শাড়ি! এই বয়সে যে কোন বৃদ্ধার বসবাসের জন্য প্রয়োজন শান্ত নিরিবিলি স্থান। অথচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শান্ত নিরিবিলি আবহাওয়া তো পরের কথা, কঠিন স্টেপ গুলি অবলীলায় সাঙ্গ করে সবাইকে আনন্দ দিচ্ছেন ওই বৃদ্ধা। কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি দেখলে আপনিও দেখতে পাবেন তার অভাবনীয় নৃত্য।
এদিকে বৃদ্ধার এই ভিডিও নেট পাড়ায় ভাইরাল হতেই হাজার হাজার কমেন্ট করেছেন নেটিজেনরা। অনেকে বলছেন, “দিদার কাছে বয়স কেবল একটা অঙ্ক মাত্র।” আবার কেউ লিখেছেন, ‘”ঠাকুমা দারুণ নেচেছেন।” পাশাপাশি 55 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটিতে। তবে ভিডিওটি কোথা থেকে ক্যামেরা বন্দী করা হয়েছে বা কি অনুষ্ঠানের তা জানা যায়নি।







