Viral video: “দিস ইজ লেডি 360⁰,” ছাগল-গরু চড়ানো মেয়ের চার-ছক্কা মারার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রতিভা সবার মধ্যে থাকে না, আর থাকলেও তা ঠিক সময়ে পরিস্ফুটিত হয় না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিভাবান ব্যক্তিরা নিজেদের প্রাপ্ত সম্মান থেকে আর পিছিয়ে…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

প্রতিভা সবার মধ্যে থাকে না, আর থাকলেও তা ঠিক সময়ে পরিস্ফুটিত হয় না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিভাবান ব্যক্তিরা নিজেদের প্রাপ্ত সম্মান থেকে আর পিছিয়ে থাকে না। কেউ সুযোগ দিক বা না দিক, হাতে থাকা মুঠোফোনের সাহায্যে আপনি যেকোনো মুহূর্তে পৌঁছে যেতে পারেন পৃথিবীর যেকোনো প্রান্তে। আর ইন্টারনেটের এই সুবিধার কারণে সম্প্রতি প্রকাশ্যে এসেছে মাঠে গরু-ছাগল চড়ানো একটি মেয়ের ভিডিও। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বদৌলতে রীতিমতো ভাইরাল হচ্ছে নেট পাড়ায়।

Advertisements

ঘটনাটি ঘটেছে রাজস্থানে বারমের। এখানকার শিব শেরপুরা কানাসার গ্রামের বাসিন্দা মুমল মেহরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মুমল অষ্টম শ্রেণীতে পড়ে এবং অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সে। পরিবারের খরচ চালাতে মুমল মাঠে ছাগল-গরু চড়ানোর কাজ করে থাকে বলে জানা গেছে। আর সেই কাজ করার ফাঁকে ফাঁকে পাড়ার ছেলে বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলে সে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বালির মধ্যে অসামান্য দক্ষতার সাথে লম্বা লম্বা ছক্কা মারছে রাজস্থানের এই বালিকাটি।

Advertisements

বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই একাধিক গুণী মানুষ ভিডিওটি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যার বারমেরের সাংসদ কৈলাশ চৌধুরী, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল, বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নাম উল্লেখযোগ্য। পাশাপাশি ভিডিওটি লক্ষ দেখবার ভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, মুমল নামের ওই বালিকাটি ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের একজন বিরাট ভক্ত। দিনের কয়েক ঘণ্টা সময় শুধু সূর্য কুমার যাদবের ব্যাটিং উপভোগ করে সে। রাজস্থানের এই মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেট প্রেমীরা বলছেন, প্রতিভা কখনো ছাই চাপা দিয়ে ঢাকা যায় না। নিজস্ব গতিতে সে আপনা থেকেই পরিস্ফুটিত হবেই।

Advertisements