Viral Video: সাইকেল দিয়ে লাঙ্গল বানিয়ে তাক লাগালেন ভারতীয় যুবক, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া যেন কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। বাংলা একটি প্রবাদ বাক্য রয়েছে, 'প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।' বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে এই কথাটির…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া যেন কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। বাংলা একটি প্রবাদ বাক্য রয়েছে, ‘প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।’ বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে এই কথাটির সত্যতা প্রমাণিত হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। যেটি দেখার পর আপনিও এই কথাটির সত্য অনুধাবন করতে পারবেন। শুরুতেই আমরা আপনাদের বলি যে, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেশী জোগাড়ের মাধ্যমে একাধিক পন্য বানিয়ে ভাইরাল হচ্ছে ভারতীয় যুবক-যুবতীরা। ঠিক তেমনি এক যুবকের ভিডিও ভাইরাল হচ্ছে নেট পাড়ায়।

Advertisements

ঘটনাটি ঘটেছে ভারতীয় কৃষক অজয় যাদবের সাথে। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তার ছোট্ট একটি চাষ যোগ্য জমি রয়েছে। তবে জমিটি ছোট হওয়ার কারণে ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করতে পারেন না তিনি। শুধু তাই নয়, উপার্জন কম হওয়ার কারণে ওই জমিতে ট্রাক্টর চালাতে আসেন না কোন চালক। ফলে তার ছোট্ট খামার বাড়িতে চাষাবাদ এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে।’

Advertisements

এমন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য পরিকল্পনা শুরু করেন অজয় যাদব। এক সময় তার মাথায় আসে দুর্দান্ত একটি পরিকল্পনা। যেমন ভাবনা তেমন কাজ, বাজার থেকে একটি সাইকেলের সামনের ভাঙ্গা অংশ কিনে নিয়ে আসেন তিনি। এরপর বাড়িতে থাকা লাঙলের তীক্ষ্ণ ফলা জুড়ে দেন সাইকেলের রডের নিচের অংশে। এরপর দিব্যি সাইকেল ট্রাক্টর দিয়ে মাঠ চাষ করেছেন তিনি।

অজয় যাদব জানিয়েছেন, সাইকেল দিয়ে লাঙ্গল তৈরি করতে সর্বমোট 1500 টাকা খরচ হয়েছে তার। তিনি আরও বলেন, এই সাইকেল লাঙ্গল দিয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে 4-5 কাঠা জমি চাষ করা সম্ভব। যদিও জমি চাষ করতে হলে যথেষ্ট শক্তি ব্যয় করতে হবে আপনাকে। তবে তিনি মনে করেন, সকালে এই লাঙ্গলের মাধ্যমে জমি চাষ করলে শরীরচর্চাও হয়ে যাবে আপনার।

Advertisements