বর্তমানে গতিময় জীবনে ‘চাকার’ গুরুত্ব যে অপরিসীম তা বলে দিতে হয় না। গরুর গাড়ির চাকা থেকে শুরু করে আজকের রেল কিংবা বাসের চাকা, বিশাল এই পরিবর্তন মানুষের জীবনকে করে তুলেছে গতিময়। গোল এই চাকার আবির্ভাব না হলে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ কিংবা মালামান পরিবহন হয়ে উঠতো কল্পনাতীত। ফলে এই কথা সহজেই বলা যেতে পারে, চাকার প্রত্যাবর্তনে মানুষের জীবন আসল স্রোতে ফিরেছে।
তবে সম্প্রতি নেট পাড়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে এক ব্যক্তিকে একটি সাইকেল চালাতে দেখা গেছে। তবে আপনার মনে হতেই পারে, সাইকেল চালানোতে আশ্চর্যের কি রয়েছে? আমরা আপনাদের জানিয়ে রাখি, যে ব্যক্তি সাইকেলটি চালাচ্ছেন সেই সাইকেলটি কোন সাধারণ সাইকেল নয়। দৈনন্দিন জীবনে আমরা যেসব সাইকেল লক্ষ্য করি, তার চাকা সাধারণত গোলাকৃতির হয়। তবে ওই ব্যক্তি যে সাইকেলটি চালাচ্ছেন সেই সাইকেলের চাকার আকৃতি বর্গাকার।
শুনেই হোঁচট খাচ্ছেন? কথাটি কাল্পনিক হলেও বাস্তবে পরিণত করেছেন এক বিদেশী তরুণ। এই ভিডিওটি 11 এপ্রিল টুইটার হ্যান্ডেল @Rainmaker1973 দ্বারা শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বর্গাকৃতির চাকা দেখে প্রথমে নেটিজেনরা ভেবেছিলেন, কিভাবে চলবে এই সাইকেলটি? তবে ভিডিওটি দেখার পর সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন তারা।
How The Q created a bike with fully working square wheels (capable of making turns)
[full video: https://t.co/wWdmmzRQY3]pic.twitter.com/bTIWpYvbG1
— Massimo (@Rainmaker1973) April 11, 2023
কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি মন দিয়ে দেখলে বুঝতে পারবেন, আসলে সাইকেলটির চাকা ঘোরেই না। চাকার উপরে লাগানো রাবারের প্রলেপটি ঘোরে। যার ফলে সাইকেলটি গতি অর্জন করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে এখনো পর্যন্ত 32 লাখ ভিউ এবং 33 হাজার লাইক পেয়েছে।