Viral Video: ‘খুলা হ্যায় মেরা পিঞ্জরা’… গানে সাহসী ডান্স নতুন বর-কনের, দেখে অবাক আত্মীয়রা

আজকাল বিয়ে বাড়ি মানেই চোখে পড়বে নানা ধরনের ডান্স। বর-কনে হোক কিংবা দুই পরিবারের লোকজন, বিয়ে মানে যেন ডান্স করতেই হবে। সম্প্রতি ইন্টারনেটে যে কয়েকটি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আজকাল বিয়ে বাড়ি মানেই চোখে পড়বে নানা ধরনের ডান্স। বর-কনে হোক কিংবা দুই পরিবারের লোকজন, বিয়ে মানে যেন ডান্স করতেই হবে। সম্প্রতি ইন্টারনেটে যে কয়েকটি ভিডিও ভাইরাল হচ্ছে, তার বেশিরভাগ ভিডিও শেয়ার করা হচ্ছে বিয়ে বাড়ি থেকে। বর্তমানে কয়েক সেকেন্ডের একটি ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছেন নেট পাড়ায়। যেখানে নতুন বর-কনেকে জনপ্রিয় হিন্দি গানে প্রকাশ্যে নাচতে দেখা গেছে।

Advertisements

ভিডিও শুরুতে দেখা গেছে, কনের সামনে হাঁটু মুড়ে বসে নিজের প্রেম প্রকাশ করছেন বর মশাই। এরপর গান শুরু হতেই দুজনকে একত্রে নাচতে দেখা যায়। ভিডিওতে বর-কনেকে ‘জোরু কা গুলাম’ ছবির হিট গান ‘খুলা হ্যায় মেরা পিঞ্জরা..আ মেরি ম্যায়না’-তে নাচতে দেখা গেছে। ভিডিওটি দেখে লোকেরা বেশ পছন্দ করেছেন এবং লিখেছেন,’অতি সুন্দর’।

Advertisements

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি নতুন বর-কনের ভাইরাল হওয়া এই ভিডিওটি smart_graphics99 নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যে 2.7 মিলিয়ন লোক উপভোগ করার পাশাপাশি 1.7 মিলিয়ন লোক লাইক করেছেন। পাশাপাশি হাজার হাজার লোক নিজেদের মন্তব্য শেয়ার করেছেন ভিডিওটিতে।

ভিডিওটি দেখার সময় আপনি দেখতে পাবেন যে, শুধুমাত্র নতুন বর-কনে নয় বরং বিয়েতে উপস্থিত একাধিক মানুষ সঙ্গ দিচ্ছে তাদের নাচে। পাশাপাশি আরও দেখতে পাবেন, একাধিক মানুষ নিজেদের ফোনের মাধ্যমে রেকর্ড করছেন নববিবাহিত দম্পতির রোমান্টিক ডান্সের ভিডিও।

Advertisements