King Cobra Video: টয়লেটের ‘প্যান’ থেকে বেরিয়ে এলো বিশাল আকারের কিং কোবরা, দেখে অবাক নেটিজেনরা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটি মুহূর্তে কোন না কোন ভিডিও ভাইরাল হচ্ছে নেটিজেনদের দ্বারা। যে ভিডিওগুলোর মধ্যে রয়েছে নাচ, গান কিংবা হিংস্র প্রাণীর কার্যক্রমের অংশ।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটি মুহূর্তে কোন না কোন ভিডিও ভাইরাল হচ্ছে নেটিজেনদের দ্বারা। যে ভিডিওগুলোর মধ্যে রয়েছে নাচ, গান কিংবা হিংস্র প্রাণীর কার্যক্রমের অংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও তীব্রভাবে ছড়িয়ে পড়ছে। যে ভিডিওটি দেখার পর হতবাক হয়েছেন নেটিজেনদের এক অংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মস্ত বড় এক কিং কোবরা কুন্ডলি আকৃতিতে বসে রয়েছে টয়লেটের প্যানে।

Advertisements

বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ‘নবীন স্নেক’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির টয়লেটে কুন্ডলি আকারে বসে রয়েছে বিশাল আকৃতির বিষধর সাপটি। যেটি দেখে রীতিমতো শোরগোল শুরু করেছেন ওই বাড়ির গৃহিণী থেকে শুরু করে সবাই। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নবীন নামের ওই সাপ উদ্ধারকারী টয়লেটের ভেতর থেকে অভূতপূর্বক কৌশলে সাপটিকে ধীরে ধীরে বের করে আনছেন। স্নেক স্টিকের সাহায্যে দুর্দান্ত কৌশলে সাপটিকে বশ করে কৌটা বন্দী করেন ওই উদ্ধারকর্মী।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Naveen snake (@snake_naveen)

কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি ইনস্টাগ্রামে প্রায় 10 লাখ ভিউ পেয়েছে। পাশাপাশি কয়েক হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। বিষধর সাপের ভয়ংকর ভিডিও দেখে একজন লিখেছেন,’খুবই সুন্দর, অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন আপনি।’ আবার কেউ কেউ লিখেছেন,’টয়লেট ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকুন।’ অন্য এক নেট ব্যবহারকারী লিখেছেন,’এবার থেকে টয়লেটে যেতে হলে কমপক্ষে ১০ বার ভাবতে হবে।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে বহুবার এমন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। সেই সব ভিডিওগুলি দেখলে আপনি সহজেই অনুমান করতে পারবেন, কেমন জায়গায় বিশ্বধর সাপ গুলি লুকিয়ে থাকে। আমরা আপনাদের বলি যে, এমন পরিস্থিতিতে কখনোই সাপ উদ্ধার করার চেষ্টা করবেন না। বরং প্রশিক্ষিত ব্যক্তিদের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করুন।

Advertisements