VIDEO: ‘গোলাবি সারারা’ গানের সাথে নাচলেন যুবতী, ভিডিও দেখেই পাগল হলেন ভক্তরা

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোলাপি পোশাকে দুর্দান্ত নাচ পারফরম করলেন এক যুবতী। তার এই অসাধারণ নাচ সোশ্যাল…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোলাপি পোশাকে দুর্দান্ত নাচ পারফরম করলেন এক যুবতী। তার এই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি যুবতীও একটি ট্রেন্ডিং গানের সঙ্গেই নাচ পরিবেশন করেছেন, অসাধারণ এই গানটির নাম হল গোলাবি সারারা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন এই গানের সঙ্গে বেশ নাচ পরিবেশন করেছেন গানটিও কিন্তু বেশ জনপ্রিয়তা বাড়ছে।

Advertisements

ঠিক গানের মতন করে একটা গোলাপি রঙের সুন্দর পোশাক পরেছেন, এই যুবতীর এই পোশাকটির দেখে কিন্তু সকলে একেবারে তাজ্জব বনে গেছেন, যে কিভাবে এত সুন্দর পোষাক উনি খুঁজে পেলেন। ইউটিউব এর মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে, হাজার হাজার মানুষের কাছে অল্প বয়সী এই যুবতীর অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Advertisements

সম্প্রতি অসাধারণ এই ভিডিওটি নাচ নেচেছেন রিত্তিকা। মাত্র চার দিন আগে। এই ভিডিওটি পৌঁছে গেছে আট লক্ষ মানুষের কাছে, তাহলেই বুঝতে পারছেন, এই ছোট্ট যুবতী ঠিক কত ক্রেস। সাড়ে ছ হাজার এরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন। কেউতো কমেন্ট করে কমেন্ট বক্সে লিখেছেন যে তিনি কোন ভাবে নাচ শেখান কিনা।

এইভাবে নতুন প্রজন্মের ছেলে পুলেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় হলো তাদের একমাত্র জীবন ও জীবিকার একটা পথ। কারণ এই সোশ্যাল মিডিয়া না থাকলে তারা কোনোভাবেই নিজেদেরকে দাঁড় করাতে পারত না, এই ধরনের প্রতিভাকে বিভিন্ন ঘরের ভেতর থেকে টেনে বার করা একসময় সত্যিই খুব মুশকিল ছিল এবং এইভাবে শুধু ছেলেরা নয়, মেয়েরা অনেক সামনের দিকে এগোতে পারছে। তাই আর দেরি কেন চটপট আপনিও দেখে নিতে পারেন, অসাধারণ এই নাচের ভিডিওটি এবং কমেন্ট করে জানাতেও পারেন কেমন লাগলো।

Advertisements