VIDEO: পুরনো হিন্দি গানের সঙ্গে দুর্দান্ত নাচলেন যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সুন্দর একটি শাড়ি পরে এক যুবতী অসাধারণ কায়দায় নাচ পরিবেশন করেছেন। তার এই অসাধারণ…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সুন্দর একটি শাড়ি পরে এক যুবতী অসাধারণ কায়দায় নাচ পরিবেশন করেছেন। তার এই অসাধারণ নাচের ভিডিও একবার দেখেই মানুষ কিন্তু বারবার দেখবে না এমনটাই স্বাভাবিক। একবার দেখে এই নাচ কিছুতেই মানুষের মন ভরবে না।

Advertisements

নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এভাবেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া মারফত আর এই সোশ্যাল মিডিয়ায় হল তাদের প্রতিভাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম। কারণ আজ যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে কিন্তু কোনভাবেই কোন ঘরোয়া প্রতিভাকে আপনি বাইরে বার করতে পারতেন না। অনেকেই বলে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের হাতে এই মুঠোফোন বা মোবাইল ফোন থেকে নাকি এই প্রজন্ম তাই একেবারে উৎসব নিয়ে গেছে কিন্তু কথাটা একেবারেই ঠিক নয়। সবাই যে খারাপ হয়ে যায় এমনটা নয়। এই মুঠোফোনের মাধ্যমে আমরা কত কিছুই না জানতে পারি।

Advertisements

‘কিসি ডিসকো মে জায়ে কিসি হোটেল মে খায়’, অসাধারণ গোবিন্দা আর রবীনা ট্যান্ডন এর এই গানের সঙ্গে আবারো একটি সোশ্যাল মিডিয়া মারফত এক যুবতী এই গানের সঙ্গে নাচ পরিবেশন করলেন। তার এই অসাধারণ নাচ মানুষ একবার ছেড়ে বারবার দেখছেন, কারণ সেই পুরনো নস্টালজিয়া যেন নতুন করে ফিরে এসেছে। youtube চ্যানেলের নাম কামেশ্বরী সাহু, বোঝাই যাচ্ছে এই যুবতীর নাম কামেশ্বরী। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু ৩ লক্ষেরও বেশি হয়ে গেছে।

৯ মাস আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন। প্রায় ৭ লক্ষেরও বেশি মানুষ অনেকেই কমেন্ট করে প্রশংসা করেছেন ইচ্ছা করলে আপনিও দেখে দিতে নিতে পারেন অসাধারণ এই ভিডিও এবং প্রশংসা করতে পারেন কমেন্ট বক্সে গিয়ে।

Advertisements