নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন, তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সঙ্গে ও এই ধরনের হারিয়ানভি গানের কিন্তু বেশ চাহিদা আছে, সেই গানের তালে তালে নাচতে কিন্তু ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।
তবে আজকে কোন হরিয়ানভি গান নয়, একেবারে একটি বাংলা গানের সঙ্গে নাচের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি পরে এক যুবতী অসাধারণ নাচ পরিবেশন করেছেন। তার এই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। শুনতে কি পাও এই বাংলা গানের সঙ্গে দুর্দান্ত নাচলেন যুবতী।
সুন্দর ভাবে তার এই নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি, বাংলা গানের সঙ্গেও যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এত সুন্দর নাচতে পারে তা কিন্তু না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আরে ভাবনা চ্যানেলের নাম এবং নাচের কোরিওগ্রাফিও করেছেন আরে ভাবনা। অসাধারণ এই নাচটি আপনারও কিন্তু দেখতে বারবার ইচ্ছা করবে প্রশংসা করেছেন অনেক মানুষ, মাত্র ৮ মাস আগে ভিডিওটি শেয়ার করা হয়েছে। দেখে নিন এক ঝলক –