বনের রাজা সিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। আর যদি কোন প্রাণীর জীবন রক্ষা পায়, তবে বুঝে নিতে হবে করুণাময়ের অশেষ কৃপা বর্ষিত হয়েছে ওই নিরীহ জীবটির উপর। সম্প্রতি একটি ঘটনার সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি নিরীহ বানরকে বনের রাজার সিংহের সাথে লড়াই করতে দেখা গেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওর শেষ পরিণতি দেখে আঁতকে উঠেছেন নেট প্রেমীরা।
বনের সবচেয়ে দুষ্টু প্রাণী বানর যেকোনো প্রাণীকে জ্বালাতন করে অতিষ্ঠ করে তুলতে সক্ষম। ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বাঘ হোক কিংবা সিংহ, বানরের জ্বালাতনের হাত থেকে রক্ষা পাইনি কেউ। কখনো দেখা গেছে, বাঘ কিংবা সিংহর লেজ ধরে টান দিয়ে লম্বা গাছে উঠে গেছে বানর। কিংবা কোন ভিডিওতে দেখা গেছে, গাছ থেকে ঝুলে পড়ে বনের সবচেয়ে হিংস্র এই দুই প্রাণিকে অতিষ্ঠ করে তুলেছে ছোট্ট একটি বানর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল সিংহর আক্রমণ এড়াতে নদীর ধারে একটি শুকনো গাছের মাথায় আশ্রয় নিয়েছে ছোট্ট একটি বানর। তবে গাছটি ছোট্ট হওয়ায় খুব সহজেই একটি সিংহকে বানরের কাছে পৌঁছে যেতে দেখা গেছে। একটি সিংহ গাছের উপর উঠলেও বাকি সিংহরা ঘিরে রেখেছে গাছের চারিধার। ভিডিওতে দেখা গেছে, গাছের মাথায় বসে থাকা বানর হিংস্র সিংহর সাথে লড়াই করতে করতে মাটিতে পড়ে যেতে। ঠিক সেই মুহূর্তে নিচে থাকা একটি সিংহ নিজের বজ্র মুষ্টিতে ধরে ফেলে বানরটিকে। এরপর বানরটিকে মুখে নিয়ে দল ছেড়ে চলে যেতে দেখা গেছে সিংহটিকে। ছোট্ট বানরের প্রতি সিংহের এই রাজত্ব দেখে রীতিমতো শিহরিত হয়েছেন নেট প্রেমিরা।