সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও ভাইরাল হয়ে উঠছে নেটিজেনদের দ্বারা। মুহূর্তের মধ্যে কেউ সেলিব্রেটি তো আবার কেউ সমালোচনার পাত্র হয়ে উঠছেন। নাচের ভিডিও কিংবা গানের ভিডিওর সাথে সাথে আজকাল একাধিক ব্যক্তিকে পশু পাখির সাথে ছোট ছোট রিল ভিডিও করতে দেখা যাচ্ছে। তবে সেই পশুর তালিকায় যদি থাকে একটি বিশাল আকৃতির কিং কোবরা, তবে কি আপনার হৃদ স্পন্দন একটু হলেও বাড়বে না?
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে 8 ফুটের এক কিং কোবরাকে স্নান করাতে দেখা গেছে। প্রচন্ড গরমে সাপটি মর্মাহত অবস্থায় পৌঁছেছিল ওই ব্যক্তির বাড়ির পাশে। এরপর সাপটিকে দেখামাত্রই পাশে থাকা টিউওয়েল থেকে জল নিয়ে সাপটির ওপর ঢালতে থাকেন ওই ব্যক্তি। ভিডিওটিতে দেখা যায়, পরম যত্নে ওই ব্যক্তি বিষধর সাপকে স্নান করাচ্ছেন।
A man in India shows kindness to a king cobra by cooling it off on a hot sunny day. pic.twitter.com/WckNvnZN2V
— Tansu YEĞEN (@TansuYegen) March 28, 2023
পাশাপাশি ভিডিওতে আরও লক্ষ্য করা যায়, ওই ব্যক্তি যখন সাপটির উপর জল ঢেলে দিচ্ছেন, তখন বিশাল আকৃতির কিং কোবরাটিও অতি আনন্দের সাথে স্নান উপভোগ করছে। দেখে মনে হচ্ছে, যেন ওই ব্যক্তি একটি ছোট্ট শিশুকে পরম স্নেহে স্নান করাচ্ছেন। লোকটির এই সাহস দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @TansuYegen হ্যান্ডেল দিয়ে শেয়ার করা হয়েছে বেশ কয়েক বছর আগে। ভিডিওটি ইতিমধ্যে এক মিলিয়নেরও বেশি মানুষ উপভোগ করেছেন এবং ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন হাজার হাজার মানুষ।