জলবদ্ধ রাস্তায় Mercedes-Benz-কে টক্কর দিল Ola ইলেকট্রিক! ভিডিও ভাইরাল নেটপাড়ায়

জলবদ্ধ রাস্তায় 31.99 লক্ষ টাকার গাড়িকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও রীতিমতো ভাইরাল…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জলবদ্ধ রাস্তায় 31.99 লক্ষ টাকার গাড়িকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, পৃথিবীর অন্যতম সেরা বিলাসবহুল গাড়ি মার্সিডিজ-বেঞ্জ বি-ক্লাস জলাবদ্ধ রাস্তায় আটকে দাঁড়িয়ে রয়েছে। বহু চেষ্টার পরেও নিজের জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না গাড়িটি। অন্যদিকে দেখা গেছে, Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারটি একই সমান জল ঠেলে খুব সহজেই নিজের গন্তব্যে পৌঁছে গেছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কয়েক সেকেন্ডের এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, এইচএস শেখাওয়াত নামে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টুইটারে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। যা দেখার পর সাধারণ মানুষের চোখ রীতিমতো কপালে উঠেছে। ওই ব্যক্তি বিনোদনমূলক এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় ক্যাপশনে লিখেছেন,’ওলার সাথে এটিই ঘটে… যখন মার্সিডিজ থামে কিন্তু ওলা চলতে থাকে।’

Advertisements

সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও দেখতে পাবেন, একটি সাদা রঙের মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে রাস্তার এক প্রান্তে। ইঞ্জিনের সমস্ত শক্তি দিয়ে জল ঢেলে নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে গাড়িটি। তবে 31.99 লক্ষ টাকার গাড়ি বারবারই নিজের প্রচেষ্টাকে ব্যর্থ প্রমাণিত করছে। অন্যদিকে, 1 লাখের Ola ইলেকট্রিক স্কুটারটিকে দিব্যি জল সরিয়ে চোখের পলকে নিজের গন্তব্যে পৌঁছে যেতে দেখা গেছে। হাস্যকর এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। পাশাপাশি বিলাসবহুল গাড়ি মার্সিডিসকে নিয়ে রীতিমতো হাসি-ঠাট্টা করতে শুরু করেছেন তারা।

Advertisements