Monkey Video: মাথায় ‘ম্যাসাজ’ করতেই ঘুমিয়ে পড়ল বানর! হাস্যকর ভিডিও ভাইরাল নেটপাড়ায়

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রতি মিনিটে কয়েক হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। বর্তমানে কেউ নিজে ছোট ছোট রিলস বানিয়ে অথবা কেউ পশুপাখিদের নিয়ে রিলস বানিয়ে সোশ্যাল…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রতি মিনিটে কয়েক হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। বর্তমানে কেউ নিজে ছোট ছোট রিলস বানিয়ে অথবা কেউ পশুপাখিদের নিয়ে রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়াছে। মিডিয়া পাড়ায় যেমন নাচ-গানের ভিডিও ভাইরাল হয়, ঠিক তেমনি পশু পাখিদের ভিডিও তীব্রভাবে জনপ্রিয়তা অর্জন করে নেটিজেনদের দ্বারা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যখন কোন বানরের উদ্ভট কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে, তখন সেই ভিডিও দেখতে ভিড় জমান নেট প্রেমীরা।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তীব্রভাবে জনপ্রিয়তা অর্জন করছে। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে একটি বানরকে বশ করতে দেখা গেছে। ভিডিওটি দেখে ইতিমধ্যে হাসির রোল পড়েছে নেটিজেনদের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে, বনের সবচেয়ে দুষ্টু প্রাণী বানরকে আদর করছেন এক ব্যক্তি। তার মাথায় হাত দিয়ে ‘ম্যাসাজ’ করতেই আরামে ঘুমের জগতে হারিয়ে যেতে দেখা গেছে ওই বানরকে। একপর্যায়ে ভিডিওতে দেখা গেছে, বানরটি ঘুমিয়ে ওই ব্যক্তির দিকে গড়িয়ে পড়ে যাচ্ছে। নেট পাড়ায় কয়েক সেকেন্ডের এই ভিডিওটি দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।

Advertisements

বনের সবচেয়ে দুষ্টু প্রাণী বানরকেও যে ম্যাসাজের মাধ্যমে কাবু করা সম্ভব তা হয়তো জানা ছিল না কারোর। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি নেট পাড়ায় শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 249k এরও বেশি লাইক পড়েছে। যার মধ্যে হাজার হাজার হৃদয়গ্রাহীরা হাস্যকর মন্তব্য করেছেন ভিডিওটির কমেন্ট বক্সে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ওহ ঈশ্বর, এটি এত প্রেমময়”। আমরা আপনাদের জানিয়ে রাখি, বানরটির কৌতুক পূর্ণ আচরণ বেশ পছন্দ করেছেন নেট প্রেমীরা।

Advertisements