Pakistani girl dance video: ‘তু চিজ বাদি হ্যায় মাস্ত মাস্ত’ নেচে ভাইরাল পাকিস্তানি মেয়ে, রাভিনা ট্যান্ডনও তার সামনে তুচ্ছ

বলিউড গানে কোমর দুলিয়ে ফের ভাইরাল পাকিস্তানি মেয়ে। বাধা নিষিদের যাঁতাকল থেকে বেরিয়ে পাকিস্তানি মেয়েরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বলিউড গানে কোমর দুলিয়ে ফের ভাইরাল পাকিস্তানি মেয়ে। বাধা নিষিদের যাঁতাকল থেকে বেরিয়ে পাকিস্তানি মেয়েরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর সেই তালিকায় ‘তু চিজ বাদি হ্যায় মাস্ত মাস্ত’ গানে সাহসী স্টেপ দিয়ে ভাইরাল হয়েছে মাস বয়সী এক মেয়ে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হচ্ছে নেটপ্রেমীদের মাধ্যমে।

Advertisements

এক মিনিটের সেই ভিডিওটিতে পাকিস্তানি মেয়েটিকে লাল টপ এবং কালো প্যান্টে দেখা গেছে। গানের শুরুতে তার হাসি ইন্টারনেট ব্যবহারকারীদের মন জয় করছে। তার ভিডিওটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছেন নেটিজেনদের একাংশ। ভিডিওটিতে মেয়েটির সাহসী পদক্ষেপ দেখে কেউ কেউ লিখেছেন,”রাভিনা ট্যান্ডনের চেয়ে উৎকৃষ্ট নৃত্য করছে মেয়েটি।” আবার একজন লিখেছেন,”বলিউড অভিনেত্রীদের চেয়ে ভালো নাচছেন আপনি।”

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। কয়েক লক্ষ মানুষ ভিডিওটি উপভোগ করার পাশাপাশি শেয়ার এবং কমেন্ট করেছেন। পাকিস্তানি ওই মেয়েটি তার নাচের চাল দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করেছেন। ভিডিওটিতে একবার মনোনিবেশ করলেই কেউ চোখ ফেরাতে পারছেন না মেয়েটির ডান্স স্টেপ থেকে।

আপনাদের জানিয়ে রাখি, এক মিনিটের এই ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। যিনি শেয়ার করেছেন, তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “তু চিজ বাদি হ্যায় মাস্ত মাস্ত পার পাকিস্তানি নর্তকী।” এই মুহূর্তে ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লুফে নিচ্ছেন এবং বলছেন,”আরও একবার, আরও একবার।”

Advertisements