বর্ষার ফোটা পড়তেই সাপেরা নিজেদের বসবাসযোগ্য স্থান খুঁজে বর্তমানে লুকিয়ে পড়তে ব্যস্ত। এই সময় তারা উষ্ণ স্থান বসবাসের জন্য বেছে নিতে বেশি পছন্দ করে। ফলে ঘরের ভিতর বিছানার নিচে কিংবা বালিশের মধ্যে লুকিয়ে থাকার আপ্রাণ চেষ্টা করে তারা। আর এখান থেকেই ঘটে যত দুর্ঘটনা। ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করে। শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে এবং তান্ত্রিকের ঝাড়ফুকের কারণে সময়ের আগে পৃথিবী থেকে বিদায় নিতে হয় শত শত মানুষের।
সম্প্রতি ইউটিউব মাধ্যমে একটি কয়েক মিনিটের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে একটি বালিশের মধ্য থেকে দেড় হাত লম্বা একটি সাইলেন্ট কিলার সাপকে বের করতে দেখা গেছে সর্প প্রেমীদের। আপনাদের জানিয়ে রাখি, সাইলেন্ট কিলার অর্থাৎ কালাচ সাপ এশিয়ার সবচেয়ে বিষধর সাপ গুলোর মধ্যে একটি। যার কামড়ের ফলে শরীরে তেমন কোনো প্রতিক্রিয়া না ঘটলেও কয়েক ঘন্টার মধ্যে মানুষ কোমাতে এমনকি মৃত্যুর মুখে ঢলে পড়েন।
সম্প্রতি যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেটিতে দেখা যাচ্ছে, একটি বালিশের মধ্য থেকে উদ্ধার করা হচ্ছে বিষধর এই সাপকে। জানা গেছে, ওই বাড়ির গৃহিণী যখন বিছানা গোছাতে ব্যস্ত ছিলেন তখন তিনি বিষয়টি লক্ষ্য করেন এবং সাপ উদ্ধার কর্মীদের খবর দেন। সাপটিকে দেখামাত্রই তিনি ঘরের দরজার জন্য বন্ধ করে দেন, যাতে সাপটি বাইরে বেরিয়ে যেতে না পারে।
এরপর সাপ উদ্ধার কর্মীরা এসে বহু কষ্টে বালিশের মধ্য থেকে বিশাল আকৃতির একটি কালাচ সাপ উদ্ধার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিচ্ছেন। যেখানে তারা বলছেন, ঘুমোনোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন এবং সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিন।