প্রায় প্রতিদিনই পুলিশকে অপরাধীদের তাড়া করে ধরতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও উপলব্ধ রয়েছে, যেখানে অপরাধীকে গাড়ি চালিয়ে পালাতে দেখে তার পেছন ধাওয়া করেছে পুলিশ। এমনকি শেষমেষ সাহসিকতার সাথে সেই অপরাধীকে ধরেও ফেলেছে নিরাপত্তা কর্মীরা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেটি দেখার পর আপনার মাথা ঘুরে যাবে। অপরাধী, পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়ি নিয়ে এমন স্ট্যান্ড করেছে যা দেখে হতবাক হয়ে গেছেন মাহিন্দ্রা গাড়ি নির্মাণ কোম্পানির মালিক আনন্দ মাহিন্দ্রা।
সম্প্রতি ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অপরাধীর পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করছেন নিরাপত্তা কর্মীরা। হাই-রোডের উপর দিয়ে ওই অপরাধী পালানোর সময় মার্সিডিজ জি-ওয়াগন মডেলের গাড়ি ব্যবহার করছিল। উল্লেখ্য, সম্প্রতি কোম্পানির তরফ মার্সিডিজ জি-ওয়াগন মডেলের গাড়িটি লঞ্চ করা হয়েছে বিশ্ববাজারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মার্সিডিজ জি-ওয়াগন মডেলের গাড়ি নিয়ে ওই অপরাধী ট্রেলারের পিছন দিকে ধাক্কা উড়ে গিয়ে রাস্তার অপর প্রান্তে নিরাপদে অবতরণ করছে।
No, this is not going to be part of our testing standards for new SUV’s! pic.twitter.com/Zo5K8oqwpn
— anand mahindra (@anandmahindra) April 20, 2023
মাঝখানে ব্যারিকেট থাকার ফলে পুলিশকর্মীরা ওই অপরাধীর পেছনে ছোটা বাধ্য হয়ে বন্ধ করেন। ভিডিওটি দেখলে আপনি দেখতে পাবেন, দুর্ধর্ষ ওই দুষ্কৃতি গাড়িটি নিয়ে রাস্তার অপর প্রান্তে অবতরণ করেই পালিয়ে যায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, কয়েক সেকেন্ডের এই ভিডিওটি খোদ মহেন্দ্রা কোম্পানির মালিক আনন্দ মাহিন্দ্রা নিজের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করেছেন। পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, “না, এটি নতুন SUV-এর জন্য আমাদের টেস্টিং প্যারামিটারের অংশ হতে যাচ্ছে না!”