অতিন্দ্র চক্রবর্তীর বদৌলতে এক সময় সোশ্যাল মিডিয়ায় তীব্র জনপ্রিয়তা অর্জন করেছিলেন রানাঘাটের রানু মন্ডল। সুমধুর কন্ঠের জন্য পৌঁছে গিয়েছিলেন বলিউডেও। তবে সময়ের নির্মমতায় পৃষ্ট হয়ে আবারও তাকে ফিরতে হয়েছে রানাঘাট স্টেশনে। অর্থাৎ স্বর্গের সিঁড়ি হাতে পেয়েও স্বর্গ সুখ থেকে বঞ্চিত হয়েছেন এই আলোচিত ব্যক্তি। জমজমাট স্টেজ ছেড়ে বর্তমানে জীবিকা নির্বাহের জন্য তাকে গিয়ে বসতে হচ্ছে রানাঘাট স্টেশনে।
একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তীব্র জনপ্রিয়তা অর্জনকারী রানু মন্ডলের জীবিকা নির্বাহ হচ্ছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে। তবে মাঝেমধ্যে কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তরুণ-তরুণী পৌঁছে যান তার বাড়িতে। তারা রানু মন্ডলের সাথে ভিডিও করার পাশাপাশি তার জন্য নিয়ে যান নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এমনকি রানু মন্ডলের সাথে বেশ কিছু সময় গল্প গুজবে কাটাতে দেখা গেছে তাদের। তাছাড়া, বিভিন্ন সময় দেখা গেছে রানু মন্ডলের সঙ্গে শর্ট ভিডিও বানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কয়েক সেকেন্ডের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে একটি ছেলের সাথে রোমান্টিক গানে ডান্স করতে দেখা গেছে রানু মন্ডলকে। জনপ্রিয় গান “দু’চোখে প্রেমেরই নেশা…..খোঁজে আজ শরীরি ভাষা” তে রোম্যান্স করতে করতে দেখা গেছে রানু মন্ডলকে। ভিডিওটি ইতিমধ্যে চার লক্ষাধিক মানুষ দেখেছে এবং তিন হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে। তাছাড়া কয়েক হাজার মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন।