৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন সম্প্রতি ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েকদিন ধরে তার একটি নাচের ভিডিও নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেখানে তাকে ‘টিপ টিপ বর্ষা পানি’….. গানে সাহসী ডান্স করতে দেখা গেছে। আপনাদের জানিয়ে রাখি, বলিউডের পরমা সুন্দরী অভিনেত্রী রবিনা ট্যান্ডন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সাথে এই গানে লিভ মিলিয়ে সফলতার শীর্ষে উঠেছিলেন। ৯০ দশকের গানটি আজও হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা রেখেছে শুধুমাত্র রবীনা ট্যান্ডনের সাহসী ডান্সের জন্য।
আপনাদের জানিয়ে রাখি, বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন সিনেমা জগত থেকে কিছুটা দূরে চলে গেলেও সোশ্যাল মিডিয়ার নজর থেকে কখনোই দূরে যাননি তিনি। বর্তমানে বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন নরওয়েজিয়ান হিপ-হপ গ্রুপ কুইক স্টাইল-এর সাথে সময় কাটাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে কয়েক সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি তিনি নরওয়েজিয়ান হিপ-হপ গ্রুপের সঙ্গে শুটিং করেছেন।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটিতে রবিনা ট্যান্ডনের অন্যতম বিখ্যাত গান ‘টিপ টিপ বর্ষা পানি’…..কে পুনঃনির্মাণ করতে দেখা গেছে। ভিডিওর শুরুতেই নরওয়েজিয়ান হিপ-হপ গ্রুপ গানের তালে তালে নাচতে শুরু করলে তাদের পিছন থেকে বেরিয়ে আসতে দেখা যায় রবিনা ট্যান্ডনকে। এরপর নিজের পুরনো স্টাইলে নাচতে শুরু করেন তিনি। এই সময় তাকে কালো টপ এবং নীল জিন্স পরা অবস্থায় দেখা গেছে। যা নেটিজেনদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হতেই কয়েক লক্ষ ভিউ পেয়েছে। পাশাপাশি হাজার হাজার লাইক পেয়েছে ভিডিওটি।