Sidhu Moosewala: পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ‘গুলি বিদ্ধ’ থারের পুনরুদ্ধারের কাজ চলছে, গাড়িটি উন্মুক্ত করা হবে ভক্তদের জন্য

পাঞ্জাবের জনপ্রিয় নায়ক সিধু মুসেওয়ালার কথা নিশ্চয়ই সবার মনে আছে। মাঝপথে আততায়ীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা যান এই কিংবদন্তি গায়ক। ঘটনা বেশি দিনের নয়, আজও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

পাঞ্জাবের জনপ্রিয় নায়ক সিধু মুসেওয়ালার কথা নিশ্চয়ই সবার মনে আছে। মাঝপথে আততায়ীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা যান এই কিংবদন্তি গায়ক। ঘটনা বেশি দিনের নয়, আজও সেই ক্ষত রয়েছে তার ভক্তদের মনে। আপনাদের জানিয়ে রাখি, কিংবদন্তি এই গায়ক নিজের প্রিয় ‘মহেন্দ্রা থার’ চালিয়ে গ্রামের আশপাশ ঘুরে দেখতে ভালবাসতেন। নিত্যদিনের মতো সেদিনও ঘুরতে বেরিয়েছিলেন নিজের গ্রাম। তবে আর বাড়ি ফেরা হয়নি সিধু মুসেওয়ালার। পাঞ্জাবের মানসা জেলায় আততায়ীরা গুলির বর্ষন করে তার গাড়িটির উপর।

Advertisements

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, ঘটনা স্থানেই একাধিক গুলিবিদ্ধ হন সিধু মুসেওয়ালা এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি এই গায়ক। এরপর পুলিশ তদন্তের স্বার্থে তার প্রিয় গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে গাড়িটি তুলে দিয়েছেন কিংবদন্তি গায়কের পরিবারের হাতে। সিধু মুসেওয়ালার শেষ স্মৃতি হাতে পেতেই তা পুনঃউদ্ধারের কাজ শুরু করেছে গায়কের আত্মীয়স্বজন।

Advertisements

সম্প্রতি, সিধু মুসেওয়ালার ব্যবহারিত থার গাড়িটি একটি গ্যারাজে মেরামতের জন্য দেওয়া হয়েছে। গ্যারাজ থেকে সম্প্রতি কয়েক মিনিটের একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে গাড়িটির আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। একটি মেয়ে গাড়িটির সমস্ত খুঁটিনাটি বিষয় উপস্থাপন করছেন সিধু মুসেওয়ালার ভক্তদের জন্য। যেখানে তিনি দেখাচ্ছেন, গাড়িটির টায়ার, বনেট সহ একাধিক জায়গায় গুলি করা হয়েছে। সর্বমোট ৩২টি গুলি করা হয়েছে গায়কের গাড়িটিতে।

আপনাদের জানিয়ে রাখি, গুলিবিদ্ধ সিধু মুসেওয়ালা ওই দিন ঘটনাস্থানেই মারা যান। পুলিশি তদন্তে জানা যায়, একাধিক গুলি লেগেছিল কিংবদন্তি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার শরীরে। বর্তমানে তার আত্মীয়রা গাড়িটি পুনরুদ্ধার করে তার ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements