Viral Video: জাদুকরের জাদুতে স্তম্বিত দর্শকরা, হঠাৎই উধাও মেয়েটির কোমরের উপরের অংশ! জেনে নিন রহস্য

জাদুকরের চোখ ধাঁধানো জাদু দেখতে কার না ভালো লাগে? আপনিও নিশ্চয়ই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত অনেক জাদুর শো দেখেছেন। জাদুকরের কলা কৌশল দেখে হতবিহ্বল হয়েছেন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জাদুকরের চোখ ধাঁধানো জাদু দেখতে কার না ভালো লাগে? আপনিও নিশ্চয়ই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত অনেক জাদুর শো দেখেছেন। জাদুকরের কলা কৌশল দেখে হতবিহ্বল হয়েছেন নিশ্চয়ই। কল্পনার জগতে নিজেকে হারিয়েছেন কতবার তার গোনা গাঁথা নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি জাদুর ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যে ভিডিওটি দেখে হতবাক হয়েছেন লক্ষাধিক মানুষ। তবে ভিডিওটির শেষে জনসম্মুখে ধরা পড়েছে জাদুকরের কারচুপি।

Advertisements

হ্যাঁ আজ আমরা এমন একটি ভিডিও সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যে ভিডিওটি প্রথম নজরে দেখলেই অবাক হতে বাধ্য হবেন আপনিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন জাদুকর অত্যন্ত কৌশলের সাথে একটি মেয়ের কোমর থেকে উপরের অংশ কেটে ফেলেছেন। তবে মেয়েটি তখনো জীবিত রয়েছে। শুধু জীবিত নয়, মেয়েটির পা রীতিমতো ভাবে চলাফেরা করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোমরের নিচের অংশ অর্থাৎ শুধু পা দিয়ে ওই মেয়েটি একটি টেবিল সামনে পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে জাদুকরের চোখ ধাঁধানো ম্যাজিক দেখে ছেলে থেকে বয়স্করা হাততালি দিয়ে প্রশংসা করেছেন ওই জাদুকরকে। তবে জাদুকরের ওই কার চোখে চোখের নিমিষে ধরে ফেলেছেন দর্শকের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন তরুণ। তিনি ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসে অত্যন্ত সুকৌশলে খুলে ফেলেন টেবিলের একটি অংশ। টেবিলের সেই অংশটি ফাঁকা হতেই যে দৃশ্য সামনে এসেছে, তা দেখে হতবাক হয়েছেন দর্শকরাও। টেবিলের ওপরের অংশ উধাও হতেই দেখা গেল, মেয়েটির শরীরের কোমরের উপরের অংশ সেখানেই রয়েছে। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, কারচুপি ধরা পড়তেই দর্শকমহল থেকে নানা রকম জিনিস ছুড়ে মারা হয় ওই জাদুকরকে।

Advertisements