Viral video: দুষ্টুমির সাজা পেল হাতে নাতে, বাসনপত্র ধুতে নাজেহাল বানরের ভিডিও ভাইরাল ইন্টারনেটে

প্রাণী জগতের সবচেয়ে দুষ্ট প্রাণী হল বানর। গাছের ডাল ভাঙা থেকে শুরু করে দোকান থেকে কলা চুরির মত ঘটনা গুলি হামেশাই ঘটিয়ে থাকে এই প্রাণীটি।…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

প্রাণী জগতের সবচেয়ে দুষ্ট প্রাণী হল বানর। গাছের ডাল ভাঙা থেকে শুরু করে দোকান থেকে কলা চুরির মত ঘটনা গুলি হামেশাই ঘটিয়ে থাকে এই প্রাণীটি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা কোন মানুষ কিংবা প্রাণীকে স্বজোরে আঘাত করে দুষ্টু বানরকে হওয়ার বেগে পালিয়ে যেতে। এসব তো নিত্য নতুন ঘটনা হামেশায় চোখে পড়েছে আপনাদের। তবে আজ আমরা আপনাদের এমন একটি বানরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি, যে বানরটি অপরাধ করে পলায়ন করতে পারেনি বরং কড়া শাস্তি পেয়েছে নিজের মনিবের কাছে।

Advertisements

বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বানরের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা গেছে, পোষা বানরটিকে কড়া শাস্তি দিচ্ছেন তার মালিক। যেন বানরটি কাজ ফাঁকি দিতে না পারে সেদিকেও নজর রেখে চলেছে বানরের মালিক। কিন্তু কি এমন ঘটেছে যে তার জন্য বনের দুষ্টু প্রাণী চুপচাপ শাস্তি ভোগ করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের অপকর্মের জন্য শাস্তি পাচ্ছে বনের সবচেয়ে দুষ্টু প্রাণী বানর। চুপচাপ মালিকের দেওয়া শাস্তি মেনে নিয়ে কল-ধারে পাশে বসে বাসন পরিষ্কার করতে দেখা গেছে ওই বানরটিকে। ভিডিওর মাঝে দেখা গেছে, একজন মহিলা আরও একটি বাসন এগিয়ে দিচ্ছেন ওই বানরের দিকে। আর বানরটিও চুপচাপ সবকিছু মেনে নিয়ে মন দিয়েছে সেই বাসন পরিষ্কারের কাজে। দুষ্টু বানরের এমন কর্মকাণ্ডের ভিডিও চোখের পলকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements