আজকাল সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রতি মিনিটেই কয়েক হাজার ভিডিও ভাইরাল হয়। বিশেষ করে ওই সব ভিডিওর তালিকায় বেশি যুক্ত হয় পশুপাখিদের কর্মকান্ড। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এই ভিডিও গুলির মধ্যে বিশ্বধর সাপ, বানর, সিংহ অথবা বাঘের ভিডিও বেশি জনপ্রিয়তা অর্জন করে। মানুষকে ভিডিওগুলি দেখার পাশাপাশি সেগুলিতে বেশ মনোরম কমেন্টও করতে দেখা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ফুটেজ রীতিমত ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন এটি রণথম্বোর জাতীয় উদ্যানের দৃশ্য। যে ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে নিরিবিলি পরিবেশে শুয়ে আছে একটি বৃহৎ আকার বাঘ। সম্ভবত বাঘটি সারাদিনের পরিশ্রম শেষে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে চুপিসারে আরও একটি বাঘকে এগিয়ে আসতে দেখা যায়।
বনে ভ্রমণকারীরা ভেবেছিলেন, এবার স্বচক্ষে দুই হিংস্র প্রাণীর লড়াই দেখবেন, তবে ঘটনাটি ঘটলো সম্পূর্ণ উল্টো। পেছন থেকে এগিয়ে আসা ওই বাঘটি ঘুমন্ত বাঘের নিকটে এসে গর্জন করতে শুরু করে। তাই দেখে ঘুমন্ত বাঘটিও উঠে যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। দুটি বাঘ যখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, ঠিক তখনই যুদ্ধ থামিয়ে দিয়ে যে যার মতো জঙ্গলের ভেতরে প্রবেশ করে।
नेशनल पार्क रणथंभौर सवाई माधोपुर#Rathambhor #brand
शान है बाघ पार्क pic.twitter.com/N0mCpI0MI8— मैक्सवेल गुर्जर (R.P.) (@ChamanSinghDoi) June 10, 2023
আমরা আপনাকে বলি, এই ভিডিওটি ‘ম্যাক্সওয়েল গুর্জার’ (@ChamanSinghDoi) 10 জুন টুইটারে পোস্ট করেছেন এবং লিখেছেন – ‘ন্যাশনাল পার্ক রণথম্ভোর সাওয়াই মাধোপুর।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের কাছে। পাশাপাশি হাজার হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।