দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় কতইনা ভিডিও ভাইরাল হয়? ঠিক তেমনভাবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে একটি নাচের ভিডিও। যেখানে নাগিন ডান্স করতে দেখা যাচ্ছে তিনজনকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই লক্ষাধিক মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি হাজার হাজার কমেন্ট অর্জন করেছে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি।
বিয়ে বাড়ি বলে কথা, আর সেখানে হবে না ডান্স তাই কি হতে পারে? হোক সেটি গরীব পরিবার কিংবা ধনী পরিবার, নাচের আসর ছাড়া পুরো আয়োজন যেন অসম্পূর্ণ থেকে যায়। সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি একটি বিয়ে বাড়ির। দেখা যাচ্ছে, গ্রামের কোন এক বিবাহ অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ নাচের আসর বসেছে। আসরের চারপাশে বসে রয়েছেন আমন্ত্রিত অতিথিরা। আর সেই আসরের শোভা বাড়াচ্ছেন দুজন নারী এবং একজন পুরুষ তাদের দুর্দান্ত নাচের মাধ্যমে।
বিগত বেশ কয়েক বছর ধরে ‘নাগিন ডান্স’ গানটি যেকোনো অনুষ্ঠানে নাচের জন্য আদর্শ গানে পরিণত হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিতেও ‘নাগিন’ গানের সঙ্গে ডান্স করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই নারীর অসাধারণ নাচ দেখে নিজেকে আর স্থির করে ধরে রাখতে পারেননি এক পুরুষ। গানের মধ্যে তিনিও যোগদান করেন ওই সভায়। এরপর অসাধারণ কলা কৌশলের সাথে নৃত্য করতে থাকেন তিনি।
কয়েক সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ইউটিউবে শেয়ার করেছে ‘হামার মাটি’ নামের একটি চ্যানেল। যেখানে সাপের ন্যায় নৃত্য করতে দেখা গেছে ওই দিন গ্রাম্য মানুষকে। যদিও ভিডিওটি দেখে বোঝার উপায় নেই যে, এটি একটি গ্রামের বিয়ে বাড়ির অনুষ্ঠান।