মুম্বাইয়ের অন্যতম সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার উরফি জাভেদ সর্বদা নিজের ফ্যাশনের জন্য আলোচিত হয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে তার একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে। যেখানে থাকে শুধু পলিথিনের ড্রেস পরতে দেখা গিয়েছিল। ছবিটি নেটিজেনদের দ্বারা রীতিমতো সমালোচিত হয়েছিল। তবে এত সমালোচিত হওয়ার পরেও সংবাদ শিরোনামে আসার কৌশল পাল্টাননি উরফি জাভেদ। বরং এবার আরও এক ধাপ উপরে উঠে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি উরফি জাভেদের যে ছবিটি সামনে এসেছে, সেই ছবিটি দেখে রীতিমতো অবাক হয়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। ছবিটিতে দেখা গেছে, উরফি জাভেদ তার গোপনাঙ্গ কিউই দিয়ে ঢেকে রেখেছেন। টুকরো টুকরো করে কাটা কিউই দিয়ে বিকিনি বানিয়েছেন তিনি। ঢিলেঢালা কালো প্যান্টের সাথে সেই বিকিনি পরে ক্যামেরা বন্দী হয়েছেন এই সমালোচিত নারী।
আপনাদের জানিয়ে রাখি, উরফি জাভেদ ভালো করেই জানেন কিভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে হয়। আর সেই কারণে প্রতিনিয়ত নিত্যনতুন ডিজাইনের পোশাক পরে শুটিং করেন তিনি। যদিও সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের একাংশ। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, “বাহ, 60 টাকা দিয়ে দুটি কিউই কিনুন এবং তা দিয়ে বানিয়ে ফেলুন ঝকমকে পোশাক।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন,”অনেক তো হলো, এবার মোমো আর বার্গার দিয়ে চেষ্টা করুন।”
যদিও উরফির এই ফ্যাশন ডিজাইন পছন্দ করেছেন অনেক জন। ছবিটিতে ইতিমধ্যে 1.5 লক্ষ মানুষ লাইক দিয়েছেন। পাশাপাশি ছবিটি 5 হাজারেরও বেশি কমেন্ট অর্জন করেছে। আপনাদের জানিয়ে রাখি, উরফির এই পোশাকের ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার আবুজানি এবং সন্দীপ খোসলা।