Viral Video: ‘হট ভিডিও’ শেয়ার করে ভাইরাল উরফি জাভেদের বোন, সাহসী ডান্স দেখে ঘাম ঝরছে নেটিজেনদের

বড় বোন উরুসা জাভেদ তেমনভাবে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি গড়তে না পারলেও ছোট বোন উরফি জাভেদ সেই কাজটি করে থাকেন অবলীলায়। দিনের পর দিন নিত্য নতুন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বড় বোন উরুসা জাভেদ তেমনভাবে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি গড়তে না পারলেও ছোট বোন উরফি জাভেদ সেই কাজটি করে থাকেন অবলীলায়। দিনের পর দিন নিত্য নতুন ড্রেস এবং নিজের কর্মকাণ্ডের জন্য সর্বদা সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে থাকেন বলিউডের এই পরিচিত মডেল উরফি জাভেদ। যদি তার পোশাকের কথা বলি, তবে তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছে পলিথিন-কিউই-ফুল-ক্রিকেট প্র্যাকটিস নেটের মত একাধিক সামগ্রী।

Advertisements

শুনে হতভাগ হচ্ছেন, কিভাবে একজন মানুষের ড্রেসের তালিকায় ঢুকতে পারে এই পণ্যগুলি? তবে এই নিবন্ধে আমরা আপনাকে জানিয়ে রাখি, উরফি জাভেদের কাছে সবকিছুই সম্ভব। তিনি যে কোন জিনিস দিয়ে ড্রেস তৈরি করে জনসম্মুখে উপস্থিত হতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। তবে সম্প্রতি উরফি নন, বরং তার দিদি উরুসা জাভেদ নিজের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছেন।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, উরুসা জাভেদ তেমনভাবে নেট পাড়ায় সক্রিয় নন। তবে মাঝেমধ্যে দুই একটি ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইনস্টাগ্রামে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে একটি লাল পোশাক পরে বেলি ডান্স করার স্টেপ নিতে দেখা গেছে।

উরুসা জাভেদের সাহসী ডান্সের স্টেপ গুলি বেশ পছন্দ করেছেন নেটিজেনদের একাংশ। তবে তার সাথে সমালোচিত হয়েছেন তিনি। রোজার মাসে তার এমন ডান্সের ভিডিও প্রকাশ্যে আসতেই একজন ইন্টারনেট প্রেমী তাচ্ছিল্যস্বরে লিখেছেন,”এদের আলাদা রমজান চলছে।” অন্য একজন লিখেছেন,”কে আপনি? আপনি কি ইসলাম ধর্মের অনুসারী নন? রমজান মাসে এসব কি করছেন আপনি?”

Advertisements