Viral Video: ‘কোলে বসে’ চুল কাটেন এই মহিলা হেয়ার স্টাইলিস্ট, জানুন কত টাকা চার্জ করেন চুল কাটতে

প্রতিদিনই কতই না ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার বেশ কিছু ভিডিও প্রশংসিত হয় নেটিজেনদের দ্বারা, আবার বিশেষ কিছু ভিডিও তীব্রভাবে সমালোচিত হয় নেট পাড়ায়।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

প্রতিদিনই কতই না ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার বেশ কিছু ভিডিও প্রশংসিত হয় নেটিজেনদের দ্বারা, আবার বিশেষ কিছু ভিডিও তীব্রভাবে সমালোচিত হয় নেট পাড়ায়। আজকালকার যুবক-যুবতীদের মধ্যে নেট মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা বেশ লক্ষ্যণীয় হয়ে উঠেছে। যেকোনো মূল্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ভিউ বাড়াতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা করতেও পিছুপা হয় না তরুণ-তরুণীরা।

Advertisements

সম্প্রতি নেট পাড়ায় তেমনই একটি ভিডিও রীতিমত ভাইরাল হচ্ছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে একজন মহিলা নাপিতের কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। ‘মহিলা নাপিত’ শব্দটি শুনে নিশ্চয়ই আপনার মনে একাধিক প্রশ্ন উঠেছে? পেশায় নাপিত, তাও কি না আবার মহিলা? এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, কথাটি বিস্ময়কর হলেও শতভাগ সত্যি।

Advertisements

অত্যন্ত রূপসী এক মেয়ে সম্প্রতি নিজের কয়েকটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। 26 বছর বয়সী ওই মহিলা নাপিতের নাম কারা ভেরা। লোকেরা তার চুল কাটার স্টাইল বেশ পছন্দ করেছেন। আর তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করার পেছনে আসল কারণ হলো, তিনি কাস্টমারের কোলে বসে তার চুল কাটেন।

কথাটা শুনে নিশ্চয়ই আপনি হতবাক হয়েছেন। আজ্ঞে হ্যাঁ, তার কাছে চুল কাটাতে আসা প্রত্যেকটি কাস্টমারের কোলে বসে তিনি চুল কাটেন। এই কথা শোনার পর স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জেগেছে, ভাইরাল নাপিতের কাছে চুল কাটাতে হলে কত টাকা খরচ করতে হবে? তবে এই প্রশ্নের উত্তরে আমরা আপনাদের জানিয়ে রাখি, মহিলা এই নাপিতের কাছে চুল কাটাতে হলে আপনাকে মাত্র 10 হাজার টাকা খরচ করতে হবে।

Advertisements