Viral Video: ‘ঘোড়ে পে সাওয়ার…..’ গানে নেচে ভাইরাল বিদেশি তরুণী, দেখে ঘাম ঝরাচ্ছেন নেটিজেনরা

বিগত কয়েক মাস ধরে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ-তরুণী কয়েক সেকেন্ডের রিল বানিয়ে ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে বিষয়টি যেন ট্রেন্ডিং-এ পরিণত হয়েছে। গানের কয়েকটি লাইনে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত কয়েক মাস ধরে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ-তরুণী কয়েক সেকেন্ডের রিল বানিয়ে ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে বিষয়টি যেন ট্রেন্ডিং-এ পরিণত হয়েছে। গানের কয়েকটি লাইনে ডান্স কিংবা সিনেমার কয়েকটি সংলাপে মুখ মিলিয়ে ছোট ছোট ভিডিও আপলোড করা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউবের মতো জনপ্রিয় মাধ্যমে। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে নেটিজেনদের কাছে। এরপর শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা, দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়ছে ভিডিওগুলি।

Advertisements

সম্প্রতি সেই ট্রেন্ডিং-এ পা মিলিয়ে বিদেশি একটি ডান্স গ্রুপকে নাচতে দেখা গেছে। ভারতের জনপ্রিয় গান ‘ঘোড়ে পে সাওয়ার…..’তে বেলি ডান্স করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ডান্স গ্রুপের লিডে রয়েছেন এক পরোমা সুন্দরী তরুণী। ডান্সের মধ্যে তার সাহসী পদক্ষেপগুলি দৃষ্টি কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তার দুর্দান্ত বেলি ডান্স দিয়ে মন জয় করেছেন লক্ষ লক্ষ মানুষের।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Rajput girl 😍 (@tanurajput1773)

শুধুমাত্র ডান্স নয়, তার পোশাকেও মুগ্ধ হয়েছেন তরুণদের একাংশ। নেটিজেনদের একাংশ মনে করছেন, কামুক পোশাকের জন্য আরও স্পেশাল হয়ে উঠেছেন ওই বিদেশিনী। tanurajput1773 নামের একটি ইন্সটাগ্রাম পেজ থেকে কয়েকদিন আগে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যদি জনপ্রিয়তার কথা বলি, তবে এই মুহূর্তে ভিডিওটি প্রায় চার লক্ষাধিক মানুষ উপভোগ করেছেন। শুধু উপভোগ নয়, হাজার হাজার মানুষ ভিডিওটির প্রশংসা করেছেন কমেন্ট বক্সে।

Advertisements