সামাজিক মাধ্যমে জন্তু জানোয়ারের অনেক ভিডিওই ভাইরাল হয়। কুকুর, বিড়ালের ভিডিওর জনপ্রিয়তা একটু বেশি। তবে বাঘ, চিতা, হায়না বা অন্যান্য বন্য পশুর ভিডিও যে একেবারেই লোকে পছন্দ করেন না তা নয়। ভিডিওতে যদি অ্যাকশন থাকে তাহলে তো কথাই নেই। লোকে সেই ভিডিও দেখবেই দেখবে। আর তাছাড়া বাঘ, চিতা, সিংহ তো বিড়ালেরই প্রজাতির। তাহলে ভাইরাল কেন হবে না বলুন?
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে একটি বাঘের শিকার করার ভিডিও। একটি হরিণ শিকার করতে সোজা জলে ঝাঁপ দিয়েছিল বাঘ। ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সুশান্ত নন্দা নামের এক ব্যক্তি। মাত্র পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওটি অ্যাকশনে ভরপুর। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটা হরিণ ঘাস – কাদা জমিতে নিজেদের মতো ঘোরাঘুরি করছে। তবে তারা সজাগ, পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল হরিণগুলো। কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিল বাঘ বাবাজি। আয়ত্তের মধ্যে একটা হরিণ চলে আসতেই সে বেরিয়ে পড়ল ঝোপের মধ্যে থেকে। হরিণ দৌড়ে পালানোর ব্যাপারে দক্ষ প্রাণী। তার ওপর এই ঘটনাটি নাকি সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকার।
Ohh dear deer…
Tigers of Sunderbans mangroves are adopted to catch the prey even in water. But here is one that dodged the big cat.
VC:@Plchakraborty pic.twitter.com/5dU8Ih1hDl— Susanta Nanda (@susantananda3) May 18, 2023
পাশে জল, আর ঢালু জমিতে নরম মাটি। তিরিংবিরিং করে লাফ দিয়ে ছুটল হরিণ। গিয়ে ঝাঁপিয়ে পড়ল জলে। বাঘও ছাড়ার পাত্র নয়, হরিণের দেখাদেখি বাঘটাও জলে ঝাঁপ দিল। ডাঙার পর জলের চলল শিকার ধরার পালা। এক সময় মনে হয়েছিল নিরীহ হরিণটাকে বুঝি ধরে ফেলল বাঘ। জলে তাড়া করতে করতে হরিণের খুব কাছে চলে গিয়েছিল বাঘটা। এমন সময় যেন ম্যাজিক! এক ডুবে বাঘকেই বোকা বানালো হরিণ। ডুব সাঁতার দিয়ে হরিণ চলে এল পারের কাছে। ততক্ষণে বাঘ বেচারা ভ্যাবাচ্যাকা খেয়েছে। সাঁতার কেটে ঘুরে পারে আসতে আসতে হরিণ তখন পগার পার। মুখের কাছ থেকে শিকার হাতছাড়া হওয়ায় স্বভাবাতই কিছুটা হতাশ হবে বাঘটা।