আজকাল সোশ্যাল মিডিয়ায় যুগে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। খোঁজ করলে দেখা যাবে, পৃথিবীর প্রতিটা প্রান্তের মানুষ কোন না কোন ভাবে ভাইরাল হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যার মধ্যে ইন্সটাগ্রাম অথবা ফেসবুকে রিল বানিয়ে ভাইরাল হওয়ার পন্থাটি সবচেয়ে সহজ। বর্তমানে তরুণ-তরুণীরা নানাবিধ ঘটনাবলী ক্যামেরাবন্দি করে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
সেই ঘটনাবলীর মধ্যে যেমন নাচ, গান, পশু পাখির ভিডিও বানানো কিংবা বাইক নিয়ে স্ট্যান্ড করা, কোনটাই বাদ পড়ে না। সম্প্রতি টুইটারে কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটার অ্যাকাউন্ট @mvraoforindia-এ শেয়ার করা হয়েছে। যেখানে একটি মা চিতা বাঘের সাথে খেলা করতে দেখা গেছে তার ছোট্ট বাচ্চাকে। মানুষের মতো চিতা বাঘের বাচ্চাও যে আদরের ছলে খেলতে পারে, তার ভিডিও দেখে রীতিমতো আনন্দ পাচ্ছেন নেটিজেনরা।
ভিডিওটিতে একটি মা চিতা বাঘকে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ওই চিতা বাঘের ছোট্ট বাচ্চাটি তার মায়ের সাথে খেলায় মেতে উঠেছে। কখনো ছোট্ট ছানাটি তার মায়ের লেজ মুখে নিয়ে টানাটানি করছে আবার কখনো তার মায়ের মুখে আদরের স্পর্শ অংকন করছে। ভিডিওটি দেখলে আপনিও দেখতে পাবেন, মা চিতা বাঘটি সযত্নে তার বাচ্চার গা চেটে দিচ্ছে।
The bond that connects 👏
Nature is Amazing 🎉📽️ SM pic.twitter.com/jV9PG9FVww
— M V Rao @ Public Service (@mvraoforindia) May 4, 2023
ভিডিওটি চলতি মাসের 5 তারিখে শেয়ার করা হয়েছে টুইটারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 20,000 মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি ওই দুষ্টু চিতা বাঘের ছানার প্রশংসা করেছেন হাজার হাজার মানুষ। কেউ কেউ ভিডিওটিতে মন্তব্য করেছেন,’হোক তারা বাঘ, তবুও মা-সন্তানের সম্পর্ক টিকিয়ে রেখেছে তারা।’







