Viral Video: কুমিরের সঙ্গে সাঁতার কাটছে একটি মেয়ে! সাহসী ভিডিও দেখলে স্তম্ভিত হবেন আপনিও

'বনের রাজা সিংহ' কথাটি যেমন ধ্রুব সত্য, তেমনি 'জলের রাজা কুমির' কথাটিও সত্য। জলে থাকা কুমিরের চেয়ে হিংস্র কোন প্রাণী নেই পৃথিবীতে। জলের মধ্যে তার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

‘বনের রাজা সিংহ’ কথাটি যেমন ধ্রুব সত্য, তেমনি ‘জলের রাজা কুমির’ কথাটিও সত্য। জলে থাকা কুমিরের চেয়ে হিংস্র কোন প্রাণী নেই পৃথিবীতে। জলের মধ্যে তার রাজত্বকে মান্যতা দিয়ে চলে স্বয়ং বনের রাজা সিংহও। কোন কোন ভিডিওতে এমনও দেখা গেছে, কুমিরের ভয়ে জল খেতে যেতে পারছে না বনের রাজা সিংহ। তবে হিংস্র এই প্রাণীটির সম্প্রতি কয়েক সেকেন্ডের একটি ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়ার নজরে। আর তারপর থেকে ভিডিওটি তীব্রভাবে ভাইরাল হচ্ছে নেটিজেনদের মধ্যে।

Advertisements

ভিডিওটি গ্যাবিনিকোলে নামক একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যেখানে হিংস্র এই প্রাণীটিকে দেখে মনে হচ্ছে সে যেন কারোর গৃহপালিত প্রাণী। ভিডিওটি শুরুতেই দেখা যায়, জলের রাজা কুমিরের সাথে সাঁতার কেটে আনন্দ উপভোগ করছেন এক তরুণী। দেখে মনে হচ্ছে, হিংস্র কুমিরের সাথে সাঁতার কাটার আনন্দ ভীষণভাবে উপভোগ্য হয়ে উঠেছে ওই তরুণীর কাছে। আর হিংস্র প্রাণীর পাশে মেয়েটির অবস্থান দেখে রীতিমতো অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাঁতার কাটার সময় কোনোরকম ভয় নেই মেয়েটির মুখে। কমিটির পাশাপাশি সাঁতার কাটতে কাটতে মাঝে মাঝে মেয়েটি জলের ডুব দিচ্ছিল। ভিডিওটি দেখার সময় কখনো মনে হচ্ছে না যে মেয়েটি একটি নরখাদকের সাথে সময় কাটাচ্ছেন। বরং মনে হচ্ছে, ওই কুমিরটি মেয়েটির পোষা প্রাণী।

তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, যতই কুমির পোষা প্রাণী হোক না কেন তার সঙ্গে একই পুকুরে সাঁতার কাটা মোটেও ভীরু মানুষের পক্ষে সম্ভব নয়। এর জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয়। কেউ কেউ মেয়েটির প্রশংসা করার পাশাপাশি মেয়েটির উদ্দেশ্যে সতর্কবার্তাও দিয়েছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘কোন একদিন ওই প্রাণীটি আপনার ক্ষতি করতে পারে, আর সেই জন্য আগে থেকেই সাবধান হওয়া উচিত।

Advertisements