Viral Video: ক্ষিপ্ত কুমিরকে নিমিষেই শান্ত করলেন এক মহিলা, দেখলে বিশ্বাস করবেন না আপনিও

জলের রাজা কুমিরকে যে এত সহজে শান্ত করা যায় তা কল্পনা করতে পারবে না আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জলের রাজা কুমিরকে যে এত সহজে শান্ত করা যায় তা কল্পনা করতে পারবে না আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, অত্যন্ত নিপুন দক্ষতায় একজন মহিলা হিংস্র কুমিরকে নিয়ন্ত্রণ করছেন। ভিডিওটি দেখে কেউ বিশ্বাস করতে পারছেন না যে একজন মহিলা এইভাবে হিংস্র প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারেন।

Advertisements

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, অত্যন্ত হিংস্র কুমির হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে বের হয়ে এসে ওই নারীর উপর হামলা করতে উদ্যত হচ্ছে। তবে নারীটির কণ্ঠস্বর এবং হাতের ছোঁয়া পেয়ে নিমিষেই শান্ত হতে দেখা গেছে জলের এই হিংস্র প্রাণীকে। কাউকে না গিলে যে প্রাণী স্বস্তি পায় না, সেই প্রাণীই কিনা একজন নারীর সামনে শান্ত বালকের মতো আচরণ করল!

Advertisements

ভিডিওটি দেখে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনদের একাংশ। টুইটারে @_BestVideos-একাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা গেছে, রাগণ্বিতভাবে বন-জঙ্গল ঠেলে কুমিরটি সামনে তেড়ে এলেও ওই নারী কন্ঠ শুনে এবং তার হাতের স্পর্শ পেয়ে একদম শান্ত হয়ে গেল। নেট প্রেমীদের একাংশ মনে করছেন, হয় কুমিরটি ওই মহিলার পোষা প্রাণী কিংবা চিড়িয়াখানায় ওই মহিলা কুমিরটির দেখভাল করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটি দেখার পর অনেকেই নানা ধরনের মন্তব্য ছুড়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন, ওই নারী একদিন হিংস্র কুমিরের খাদ্যে পরিণত হবে। আবার কেউ কেউ নারীর সাহসের প্রশংসা করেছেন। ইতিমধ্যে ভিডিওটি প্রায় ৭০ হাজার মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ভিডিওটিকে লাইক করেছেন।

Advertisements